Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাহালমকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ, নিষেধাজ্ঞার আবেদন করলো দুদক


১৯ মার্চ ২০১৯ ১৪:২৯

অন্যের অপরাধে তিন বছর জেল খাটা জাহালমের কথা ইতিমধ্যে সবাই জেনে গেছেন। তার জীবনের গল্প নিয়ে সিনেমা তৈরির ঘোষণাও এসেছিল দিন কয়েক আগে। এবার সেই সিনেমা তৈরির ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামীকাল বুধবার আবেদনের শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৯ মার্চ) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের বেঞ্চ শুনানির জন্য এই দিন ঠিক করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন :  গুঞ্জন নিয়ে যা বললেন তারা


পরে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সারাবাংলাকে জানান, আজ আবেদনটি সংশ্লিষ্ট আদালতে শুনানির জন্য উপস্থাপন করা হলে আদালত আগামীকাল দিন ঠিক করে দিয়েছেন। আগামীকাল কার্য তালিকায় থাকবে।

তিনি জানান, ‘জাহালমের মামলা হাইকোর্টে বিচারাধীন। এ অবস্থায় তার জীবনকাহিনী নিয়ে সিনেমা তৈরি করলে মামলাটির বিচার কাজে এবং তদন্তে প্রভাব পড়ার আশংকা রয়েছে। এ কারণে মামলা নিষ্পত্তির আগে আমরা দুদকের পক্ষ থেকে সিনেমা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা চেয়েছি।’

প্রসঙ্গত, ‘জাহালম’কে নিয়ে চলচ্চিত্র পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিলেন নির্মাতা মারিয়া তুষার। তিনি এরইমধ্যে সব প্রস্তুতিও সম্পন্ন করে ফেলেছিলেন।

আরও পড়ুন:

আটকে যাচ্ছে ‘জাহালম’ চলচ্চিত্রের কাজ!

জাহালম ঘটনার দেখা মিলবে বড় পর্দায়

সারাবাংলা/এজেডকে/আরএসও/পিএম


আরও পড়ুন :  হলিউডের শীর্ষ প্রভাবশালীর তালিকায় প্রিয়াংকা


চলচ্চিত্র জাহালম দুদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর