Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুদ্ধদিনের পরবর্তী প্রজন্মের গল্প ‘নয় মাস’


২৯ মার্চ ২০১৯ ১৬:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন শর্টফিল্ম ‘নয় মাস’। এতে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন ছোটো পর্দার জনপ্রিয় মুখ ইরফান সাজ্জাদ ও তানিয়া বৃষ্টি। এই গল্পে তানিয়া বৃষ্টিকে একেবারেই নতুন একটি চরিত্রে দেখা যাবে। শানের গল্প ভাবনায় গল্পের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন লতা আচারিয়া।

সম্প্রতি পুরান ঢাকায় শর্টফিল্মটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ইরফান সাজ্জাদ-তানিয়া বৃষ্টি ছাড়াও শর্টফিল্মটিতে অভিনয় করেছেন ফয়সাল হাসান, সাজু।

শর্টফিল্মটির গল্প গড়ে উঠেছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্মের বোধ নিয়ে।

কাজটি প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, ‘এই প্রথম এমন একটি কাজ করলাম। আমি সাধারণত এ ধরনের চরিত্র করতে আগ্রহী নই। কিন্তু গল্পের কারণে রাজি হয়েছি।’

বিজ্ঞাপন

তানিয়া বৃষ্টি বলেন, ‘একই প্রতিষ্ঠান থেকে ক’দিন আগে লিংক হবে নামের একটি শর্টফিল্মে কাজ করে অনেক সাড়া পেয়েছি। এই গল্পটিও দারুণ। আশা করছি ভালো কিছু হবে।’

এরইমধ্যে স্বল্পদৈর্ঘ্য ছবিটির টিজার প্রকাশ পেয়েছে। শিগগিরই পুরো ছবিটি প্রকাশ পাবে।

সারাবাংলা/পিএ

চলচ্চিত্র নয় মাস মুক্তিযুদ্ধ স্বল্পদৈর্ঘ্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর