প্রকাশের পর উধাও সিনেমার ট্রেইলার, কারণ?
৩০ মার্চ ২০১৯ ১৭:১৪
দিন গড়ানোর সাথে সাথে শাকিব খান অভিনীত ‘শাহেনশাহ’ ছবি নিয়ে ক্রমেই আগ্রহ তৈরি হচ্ছে দর্শকদের। সেই আগ্রহের পালে হাওয়া দিতে গেলো ২৮ মার্চ ইউটিউবে ছবির ট্রেইলার প্রকাশ করার ঘোষণা দেয়া হয়েছিল। ঘোষাণা অনুযায়ি ঠিকই ট্রেইলার প্রকাশ করা হয়। তবে প্রকাশের কয়েক মিনিটের মাথায় সরিয়ে ফেলা হয় সেই ট্রেইলার। কিন্তু ততক্ষনে কেউ কেউ সেই ট্রে্ইলার ডাউনলোড করে ফেলেছেন। ফলে সরিয়ে নেয়া হলেও সোশ্যাল মিডিয়ায় সয়লাব হতে সময় লাগেনা ।
ট্রেইলার সরিয়ে নেয়ায় মিশ্র মতামত দিতে দেখা যায় সিনেমাপ্রেমীদের। কেউ কেউ বলছেন, ট্রেইলারে দৈর্ঘ্য কমানোর জন্য সরিয়ে ফেলা হয়েছে। আবার কেউ বলছেন, ট্রেইলারকে আরও মানসম্পন্ন করতে সরিয়ে ফেলা হয়েছে মানহীন ট্রেইলার।
আরও পড়ুন : ঢাকার মঞ্চে গীতিআলেখ্য ‘স্বাধীনতা উপত্যকায় মুক্তির লড়াই’
আসলে কি তাই? উত্তর জানতে যোগাযোগ করা হয় ছবির পরিচালক শামীম আহমেদ রনির সঙ্গে। তিনি সারাবাংলাকে এ বিষয়ে বলেন, ‘ওই দিন বনানীর দুর্ঘটনার কারণে আমরা ট্রেইলার প্রকাশ না করার সিদ্ধান্ত নিই। বিকাল পাঁচটার দিকে আমরা এই সিদ্ধান্তে আসি। কিন্তু ভুলক্রমে ইউটিউব চ্যানেলটি ট্রেইলার আপলোড করে দেয়। সাথে সাথে আবার তা সরিয়ে নেয়া হয়। আসলে আমরা চাইনি ওরকম একটি বেদনার দিনে ট্রেইলার প্রকাশ করে উচ্ছ্বাস করতে।’
তিনি আরও বলেন, ‘যে ট্রেইলারটি ছড়িয়ে পড়েছে ওটা ভুল ট্রেইলার ছিল। চূড়ান্ত ট্রেইলারটি পরবর্তী একটি ভালো দিন দেখে প্রকাশ করা হবে।’
এদিকে প্রকাশিত ট্রেইলার নিয়ে সমালোচনা হচ্ছে বেশ। ছবির প্রপস-কস্টিউমের নিম্নমান নিয়ে কাঠগড়ায় তোলা হচ্ছে শামীম আহমেদ রনিকে। এই সমালোচনা প্রসঙ্গে রনি বলেন, ‘সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে তাকে নিয়ে এমন নেতিবাচক আলোচনা করা অযৌক্তিক। আগে মুক্তি পাক, তারপর বোঝা যাবে। একজন পরিচালক তার ছবি সর্বোচ্চ ভালোভাবে নির্মাণ করার চেষ্টা করেন। আমিও তাই করেছি। ছবি মুক্তি পেলে সবার ধারনা বদলে যাবে।’
প্রসঙ্গত, ‘শাহেনশাহ’ ছবিতে শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো দেখা যাবে নুসরাত ফারিয়াকে। তাছাড়া এতে আরও অভিনয় করেছেন নতুন মুখ রোদেলা জান্নাত।
সারাবাংলা/আরএসও/পিএম
আরও পড়ুন :
. এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে খুরশীদ আলমকে
. ক্যাটরিনার ত্রাণকর্তা সালমান
. সড়ক দুর্ঘটনায় কণ্ঠশিল্পী খুরশীদ আলম গুরুতর আহত
. প্রথমবারের মতো বাংলাদেশের ছবিতে কোয়েল মল্লিক!
. দ্বৈত চরিত্রে জাহ্নবি