Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার রম-কম বানাবেন রাজ


১০ এপ্রিল ২০১৯ ১৬:৪৫

এখন পর্যন্ত পাঁচটি ছবি নির্মাণ করেছেন পরিচালক মুহম্মদ মোস্তফা কামাল রাজ। ছায়াছবি (মুক্তি পায়নি) , প্রজাপতি, তারকাঁটা, সম্রাট ও যদি একদিন ছবিগুলো নয় অ্যাকশন–রোমান্টিক না হয় রোমান্টিক–ড্রামা। এবার প্রথমবারের মতো রোমান্টিক–কমেডি ঘরানার ছবি বানাতে যাচ্ছেন রাজ।

নিজের ষষ্ঠ সিনেমা প্রসঙ্গে তিনি সারাবাংলাকে বলেন, ‘আমি এবার কমেডি ফিল্ম বানাতে চাই। স্ক্রিপ্ট লেখার কাজ চলছে। আমিসহ স্ক্রিপ্ট লেখার টিমে অনেকেই আছে। আশা করছি আসছে আগস্টে ছবির শুটিং শুরু করতে পারব।’

বিজ্ঞাপন

ছবিতে কারা অভিনয় করবেন সে বিষয়ে কিছু জানাননি রাজ! তবে এবার ছবিতে সব দেশের শিল্পীরা অভিনয় করবেন বলে নিশ্চিত করেছেন তিনি।

মুহম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত শেষ ছবি ‘যদি একদিন’। ৮ মার্চ ছবিটি মুক্তি পায়। এতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন তাহসান, তাসকিন ও কলকাতার শ্রাবন্তী। দেশের পর দেশের বাইরেও ছবিটি প্রদর্শিত হচ্ছে।

সারাবাংলা/পিএ/আরএসও

মুহম্মদ মোস্তফা কামাল রাজ রম-কম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর