প্রকাশ পাচ্ছে বুলবুলের সুর-সংগীতের নতুন গান
১২ এপ্রিল ২০১৯ ১৫:১১
বছরের শুরুতে গত ২২ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। মৃত্যুর মাত্র তিনদিন আগে সদস্যসমাপ্ত একটি অ্যালবাম প্রকাশের পরিকল্পনা করেছিলেন কণ্ঠশিল্পী রিজভী ওয়াহিদের সঙ্গে। কিন্তু সেই পরিকল্পনার বাস্তবায়ন দেখে যেতে পারেননি তিনি।
সেই অ্যালবামটি কণ্ঠশিল্পী রিজভী ওয়াহিদের। এবার সেই অ্যালবামটি প্রকাশ পেতে যাচ্ছে আরডব্লিউ এন্টারটেইনমেন্টের ব্যানারে। অ্যালবামে রয়েছে ৫টি গান। যার সবগুলোরই সুর ও সংগীত করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং তিনটি গানের কথাও লিখেছেন তিনি। বকি দুটি গান লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং গাজী তানভীর আহমেদ।
অ্যালবামের দুটি গানে রিজভী ওয়াহিদের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কলকাতার কণ্ঠশিল্পী শুভমিতা। এর মধ্যে ‘ঘুড়ি’ গানটি পয়লা বৈশাখ উপলক্ষ্যে মুক্তি পাচ্ছে। গাজী তানভীর আহমেদের কথা ও আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর ও সংগীতে গানটির ভিডিও নির্মাণ করেছেন লতা আচারিয়া। গানের দৃশ্যায়নে দেখা যাবে ইরফান সাজ্জাদ ও তানিয়া বৃষ্টিকে।
অ্যালবাম প্রসঙ্গে রিজভী ওয়াহিদ বলেন, ‘আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাইয়ের গান আমার অনেক ভালো লাগে। তার সুরে গাওয়ার স্বপ্ন ছিল, সেটা পূরণ হয়েছে। তার সঙ্গে পরিকল্পনা করে প্রায় শতভাগ অ্যাকুস্টিক ব্যবহার করে এই গানগুলোর সংগীত করা হয়েছে।’
গানগুলোর রেকর্ডিংও হয়েছে ভারতে। অ্যালবামের নাম প্রকাশ করেনিনি তানভীর রিজভী। অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে আহমেদ ইমতিয়াজ বুলবুলকে।
সারাবাংলা/পিএ