Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিল্পকলায় তিনদিনের যাত্রা উৎসব


২৪ এপ্রিল ২০১৯ ১১:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের লোক সংস্কৃতির অমূল্য সম্পদ যাত্রাপালা। গ্রামাঞ্চলে সুরুচিপূর্ণ ও আকর্ষনীয় বিনোদন মাধ্যম হিসেবে একসময় যাত্রাপালার অনেক চাহিদা ছিল। কিন্তু দিনে দিনে হারাতে বসেছে আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ এই শাখাটি।

যাত্রাপালার পুরনো সেই ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে এবং যাত্রা শিল্পেকে আগের মতো দর্শকনন্দিত করতে কাজ করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ইতিমধ্যে যাত্রা শিল্প উন্নয়ন নীতিমালা ২০১২ প্রণিত হয়েছে। নীতিমালার আলোকে বেশ কয়কে বছর ধরে শিল্পকলা একাডেমি যাত্রাশিল্প নিবন্ধন কার্যক্রম চালাচ্ছে। এছাড়া দেশের ৬৪ জেলায় যাত্রা প্রদশর্নী, একাডেমির নিজস্ব প্রযোজনায় যাত্রাপালা নির্মাণসহ দেশের যাত্রা দলগুলোকে নিবন্ধন সনদ দিচ্ছে শিল্পকলা একাডেমি।

বিজ্ঞাপন

যাত্রাশিল্পের উন্নয়নে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ২৪ এপ্রিল থেকে একাডেমির আয়োজনে শিল্পকলার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে শুরু হচ্ছে তিনদিনের যাত্রা উৎসব। উৎসবে বেশ কয়েকটি দলের যাত্রা প্রদশর্নী ছাড়াও ‘যাত্রাপালার বিবেক’ শীর্ষক গবেষণাধর্মী কর্মশালার আয়োজন থাকছে।

সারাবাংলা/পিএম

 

উৎসব যাত্রা উৎসব শিল্পকলা শিল্পকলা একাডেমি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর