Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিনেতা জাহিদ হোসেন শোভন একুশে টেলিভিশনের নতুন অনুষ্ঠান প্রধান


৪ মে ২০১৯ ১১:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একুশে টেলিভিশনে যোগ দিয়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হোসেন শোভন। চ্যানেলটির অনুষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। ৩০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন শোভন। জাহিদ হোসেন শোভন এর আগে এশিয়ান টিভির অনুষ্ঠান প্রধান ছিলেন। তারও আগে বৈশাখী টেলিভিশনে উপ অনুষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

জাহিদ হোসেন শোভন দেশের টেলিভিশন ও মঞ্চের প্রিয়মুখ। দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে জড়িত। কাজ করেছেন চলচ্চিত্রেও। এছাড়া তিনি টেলিভিশন শিল্পী সংস্থার সহ-সভাপতি।

নতুন দায়িত্ব সম্পর্কে জাহিদ হোসেন শোভন বলেন, একুশে টেলিভিশন দেশের ঐতিহ্যবাহী একটি টেলিভিশন চ্যানেল। চ্যানেল কর্তৃপক্ষ আমাকে দায়িত্ব দেওয়ায় কৃতজ্ঞ। আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা এভং সহকর্মীদের সহায়তায় চ্যানেলটির অগ্রযাত্রায় ভূমিকা রাখার চেষ্টা করবো। আশাকরি দর্শকরা আগের মতোই একুশে টেলিভিশনের সঙ্গে থাকবেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএম

অনুষ্ঠান প্রধান একুশে টেলিভিশন এশিয়ান টিভি জাহিদ হোসেন শোভন বৈশাখী টেলিভিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর