কণ্ঠ নিয়ে উচ্চকণ্ঠ জয়া
৯ মে ২০১৯ ১৩:১৮
দুই বাংলায় সমানতালে দ্যুতি ছড়াচ্ছেন জয়া আহসান। বাংলাদেশ তো বটেই, পশ্চিমবাংলায় জয়া যেনো বহুল চর্চিত একটি নাম। একের পর এক সেখানকার চলচ্চিত্রে অভিনয়ে করে নিজেকে নিয়ে যাচ্ছেন অন্য উচ্চতায়। ফলে দিনে দিনে তিনি টালিগঞ্জ চলচ্চিত্রের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছেন।
সম্প্রতি জয়া আহসান অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘কণ্ঠ’ ছবিতে। শুক্রবার (১০ মে) পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ছবিটি। ছবিটি নিয়ে জয়া আহসান বেশ উচ্ছ্বসিত। যার প্রমাণ পাওয়া গেলো তার ফেসবুক পাতায় প্রকাশিত এক ভিডিও বার্তায়। সেখানে তিনি ছবিতে নিজের চরিত্রসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন।
ছবিতে নিজের চরিত্র সম্পর্কে জয়া বলেন, ‘আগামীকাল মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ ও নন্দিতা রায় পরিচালিত ছবি “কণ্ঠ”। ছবিতে আমি একজন স্পিস প্যাথলজিস্ট বা স্পিস থেরাপিস্টের ভূমিকায় অভিনয় করেছি। এধরনের চরিত্র আমি আগে কখনো অভিনয় করিনি। করার সুযোগও হয়নি। কণ্ঠ ক্যানসারে আক্রান্ত কোনো ব্যক্তির কাহিনী নিয়ে এমন ছবি আগে নির্মিতও হয়নি। এটি খুব উদ্দীপনামূলক ছবি।’
জয়ার মতে, এটি একটি ফিরে আসার ছবি। লড়াই করার ছবি। জয়া বলেন, ‘আমাদের জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন মনে হয়, জীবনের সবকিছু শেষ। জীবন ফুরিয়ে যাচ্ছে। দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে। তখন আমরা হতাশ হয়ে পড়ি। সেসময় আমরা কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নেই, মাদকাসক্ত হয়ে পড়ি কিংবা খারাপ কাজে জড়িয়ে পড়ি। যারা শুধুমাত্র ক্যানসারের রোগী, এই ছবিটি শুধুমাত্র তাদের জন্য নয়। এটি যে কোনো মানুষের জন্য খুব উৎসাহমূলক ছবি। যারা হতাশাগ্রস্থ, বিশাদগ্রস্থ হয়ে পড়ছেন তাদের সবার এই ছবিটি দেখা উচিত।’
এদিকে আনুষ্ঠানিক মুক্তির আগে ভারতের বেঙ্গালুরুতে বিশেষ প্রদর্শনী করা হয়েছিল ‘কণ্ঠ’ ছবির। সেসময় ছবিটি দেখেন বিখ্যাত কার্ডিয়াক সার্জন দেবী শেঠি ও তার মেডিকেল টিম। ছবিটি দেখে তিনি ভূয়সী প্রশংসা করেন।
এছাড়া ‘কণ্ঠ’ ছবির ট্রেলার প্রকাশের পর প্রশংসা করেছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। টুইটারে ঋষি কাপুর লিখেছিলেন, ‘শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন সিনেমার ট্রেলার খুবই ইমপ্রেসিভ।’
ছবিতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন পরিচালক শিবপ্রসাদ নিজেই। এছাড়া ছবিতে আরও আছেন পাওলি দাম, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, বিপ্লব দাশগুপ্ত, পরান বন্দ্যোপাধ্যায়।
সারাবাংলা/আরএসও/পিএ/পিএম