ঈদে ছবি আমদানি: আমদানিকারক তৈরি, পরিস্থিতি বৈরি
১৮ মে ২০১৯ ১৩:৫৮
কাকরাইল সিনেমা পাড়ায় কানাঘুষা, ঈদুল ফিতরে মুক্তি পাবে কলকাতা থেকে আমদানি করা ছবি। জিৎ ও কোয়েল জুটির ‘শেষ থেকে শুরু’ ছবিটি আমদানি করছে শাপলা মিডিয়া। শোনা যাচ্ছে, এরইমধ্যে আমদানির করার সকল প্রক্রিয়া সম্পন্ন।
যদিও আমদানি করা ছবি উৎসবে মুক্তি দেওয়ার নিষেধাজ্ঞা রয়েছে হাইকোর্টের। সেই নিষেধাজ্ঞা এখনও বলবৎ আছে। এ অবস্থায় আমদানি করা ছবি মুক্তি দেওয়া সম্ভব কিনা— জানতে চাইলে আমদানিকারক শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান সারাবাংলাকে বলেন, ‘এবার ঈদের সময় ক্রিকেট বিশ্বকাপ। যে কারণে আমি আমার ছবি “শাহেনশাহ” মুক্তি দিচ্ছি না। তবে কলকাতার “শেষ থেকে শুরু” ছবিটি আমদানি করতে চাই। ইচ্ছা আছে ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার। আমি জিৎ-এর সাথে সব ধরনের কথাবার্তা সেরে ফেলেছি। জিৎও খুব আগ্রহি ছবিটি বাংলাদেশে মুক্তি দিতে।’
আরও পড়ুন ঃ ক্যাটরিনা জাতীয় পুরস্কার পাবে, বললেন সালমান খান
আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি মনে করিয়ে দিতেই তিনি বলেন, ‘দেখুন, সরকার যদি অনুমতি না দেয় তাহলে ছবি মুক্তি দেওয়া সম্ভব না। আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি আমার অজানা নয়। আমি সরকারি সব নিয়মে মেনে ছবিটি আমদানি করে মুক্তি দিতে চাই। সেক্ষেত্রে যিনি রিট করেছেন তার সাথে আমি আলোচনায় বসব। তাকে রিট উঠিয়ে নিতে অনুরোধ করব। তারপর তিনি যদি রিট উঠিয়ে নেন তাহলে তো হয়েই গেলো।’
এর আগে ২০১৮ সালের ১০ মে নিপা এন্টারপ্রাইজের মালিক সেলিনা বেগমের করা এক রিটের প্রেক্ষিতে হাইকোর্ট ঈদুল ফিতর, ঈদুল আজহা, পূজা ও পয়লা বৈশাখের সময় ভারতীয় বাংলা ও হিন্দি, পাকিস্তানি ছবি এবং যৌথ প্রযোজনার ছবি আমদানি ও প্রদর্শন বন্ধের আদেশ দেন।
এদিকে আদালত যদি নিষেধাজ্ঞা তুলে নেন, তাহলে বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করবেন বলে জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। সারাবাংলাকে তিনি বলেন, ‘আমাদের উৎসব মানে আমাদের ছবি থাকবে। এখানে ভিনদেশের কোনো ছবি মুক্তি পাবে, এটা মেনে নেয়া হবে না। আমরা কখনোই মানবো না। হাইকোর্ট নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলে আমরা আইনি পদক্ষেপ নেবো। শুধু তাই নয়, প্রয়োজনে সেলিম খানকে আমরা অবাঞ্চিত ঘোষণা করব। আগে দেখি আদালত কি বলেন!’
অন্যদিকে ‘শেষ থেকে শুরু’ ছবিটি ঈদে মুক্তি দিতে না পারলেও ঈদ পরবর্তী যে কোনো সময়ে মুক্তি দেবেন বলে জানিয়েছেন সেলিম খান। তার মতে, বাংলাদেশের মানুষকে রুচিশীল ছবি দেখানোর জন্য এই প্রচেষ্টা।
সারাবাংলা/আরএসও/পিএম
আরও পড়ুন ঃ কাটছে না অস্বচ্ছতা, বাড়ছে অনুদানের কলেবর