Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রান্সজেন্ডার অক্ষয়, আসছেন অমিতাভও!


১৮ মে ২০১৯ ১৫:১৪ | আপডেট: ১৮ মে ২০১৯ ১৬:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিছুদিন যাবত এটাই হচ্ছে। অক্ষয় কুমার মানে ভিন্ন স্বাদ আর গল্পের ছবি। তারই ধারাবাহিকতায় নতুন ছবি ‘লক্ষ্মী বম্ব’- এর প্রথম পোস্টারে ভিন্ন এক অক্ষয় কুমার ধরা দিলেন।

এক চোখে কাজল পড়া। আরেক চোখে কাজলের শেষ আঁচড় দিচ্ছেন। দুই চোখের দৃষ্টিতে অন্যরকম অভিব্যক্তি। ‘লক্ষ্মী বম্ব’ এ তবে কি চরিত্রে হাজির হচ্ছেন অক্ষয়?

আগেই জানা গেছে, তামিল ছবি ‘কাঞ্চনা’র রিমেক হচ্ছে ‘লক্ষ্মী বম্ব’। ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন অক্ষয় এবং কিয়ারা আদবাণী। ধারণা করা হচ্ছে ছবিতে অক্ষয় ট্রান্সজেন্ডারের চরিত্রে অভিনয় করছেন। সম্ভবত বিগ বি অমিতাভ বচ্চনকেও এই ছবিতে একজন ট্রান্সজেন্ডারের চরিত্রে অভিনয় করতে দেখবেন দর্শক।

বিজ্ঞাপন

বেশ আগে ছবির পরিচালক রাঘব লরেন্স জানিয়েছিলেন, একটি বিশেষ চরিত্রে অমিতাভ বচ্চনকে কাস্ট করতে চান তিনি। কিন্তু অক্ষয় কুমার এবং তার টিমের সঙ্গে কথা বলার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ধারণা করা হচ্ছে, ছবিটিতে অমিতাভও অভিনয় করছেন।

‘লক্ষ্মী বম্ব’ মুক্তি পাবে ২০২০-এর জুনে।

সারাবাংলা/পিএম


আরও পড়ুন :

.   ঈদে ছবি আমদানি: আমদানিকারক তৈরি, পরিস্থিতি বৈরি

.   ক্যাটরিনা জাতীয় পুরস্কার পাবে, বললেন সালমান খান

.   কাটছে না অস্বচ্ছতা, বাড়ছে অনুদানের কলেবর


অক্ষয় অক্ষয় কুমার অমিতাভ বচ্চন বলিউড লক্ষ্মী বম্ব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর