Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উইল স্মিথের নাচ নিয়ে নাছোড়বান্দা নেটিজেন


১৮ মে ২০১৯ ১৬:৫৫ | আপডেট: ১৮ মে ২০১৯ ১৭:২৭

হলিউডের ‘আলাদিন’ ছবি নিয়ে শুরু থেকেই সমালোচনা হচ্ছে। ডিজনির এই ছবি নিয়ে প্রথম দিকের সমালোচনা ছিলো ছবির পাত্র-পাত্রী নিয়ে। আলাদিন ছবির অভিনেতা-অভিনেত্রীদের অনেকই মেনে নিতে পারছিলেন না। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে নতুন সমালোচনা।

‘আলাদিন’-এর একটি গানের দৃশ্যে নেচে সমালোচনার মুখে পড়তে হলো তারকা অভিনেতা উইল স্মিথকে। না, অভিনয়ের জন্য না। উইল স্মিথের সমালোচনা হচ্ছে নাচের জন্য। আলাদিন ছবিতে জিনির ভূমিকায় অভিনয় করছেন তিনি। সেখানে একটি গানের দৃশ্যে নেচেছেন হলিউডের এই তারকা অভিনেতা।

বিজ্ঞাপন

হলিউডি ছবিতে নাচ!

হ্যাঁ, হলিউডের সিনেমায় সাধারণত নাচ-গান থাকে না। কালে-ভদ্রে যদিও কিছু দেখা যায় তা নিতান্তই চিত্রনাট্যের প্রয়োজনে। আলাদিন ছবির চিত্রনাট্যের প্রয়োজনেই একটি নাচের দৃশ্যে অংশ নিয়েছেন উইল স্মিথ। বলা হচ্ছে, আরবের গল্প অবলম্বনে তৈরি এই সিনেমার গানে, আরবের নাচের ছোঁয়াও নেই। নানারকম নেতিবাচক মন্তব্যে ভরে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট। একজন লিখেছেন, আপনি গানের আওয়াজ বন্ধ করে গানটি দেখুন, মনে হবে কেউ একজন গাড়ি ধুচ্ছেন।

ভালো-মন্দের বিচার করতে অবশ্য আরও সময় দিতে হবে। কিন্তু তার আগেই উইল স্মিথের নাচ এখন সোস্যাল দুনিয়ায় ভাইরাল।

সারাবালা/পিএম


আরও পড়ুন :

.   ঈদের তালিকায় আরও এক ছবি

.   ঈদে ছবি আমদানি: আমদানিকারক তৈরি, পরিস্থিতি বৈরি

.   ট্রান্সজেন্ডার অক্ষয়, আসছেন অমিতাভও!

.   ক্যাটরিনা জাতীয় পুরস্কার পাবে, বললেন সালমান খান

.   কাটছে না অস্বচ্ছতা, বাড়ছে অনুদানের কলেবর


আলাদিন উইল স্মিথ ছবি মুভি সমালোচনা হলিউড

বিজ্ঞাপন

এসএসসি পরীক্ষা শুরু
১০ এপ্রিল ২০২৫ ১১:০৩

আরো

সম্পর্কিত খবর