বঙ্গবন্ধুর বায়োপিক: সন্ধ্যায় ঢাকা আসছেন চিত্রনাট্যকার
১৯ মে ২০১৯ ১৫:৪৫
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত হচ্ছে তাকে নিয়ে বায়োপিক। সিনেমাটির চিত্রনাট্য করছেন ভারতের অতুল তিউয়ারি। চিত্রনাট্যের কাজে রোববার (১৯ মে) সন্ধ্যায় ঢাকায় আসছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়ের উপ সচিব ঈশান আলী রাজা বাঙালী।
তিনি সারাবাংলাকে বলেন, ‘আজ সন্ধ্যায় ঢাকা আসবেন তিউয়ারি। ২ জুন পর্যন্ত থাকবেন ঢাকায়। এসময়ে তিনি তথ্য সংগ্রহের কাজ করবেন। তাকে সহযোগিতা করবেন দেশের পরিচালক পিপলু খান। এই সফরে তিনি গবেষক, অধ্যাপকদের সঙ্গে কথা বলবেন।’
আরও পড়ুন : শমী কায়সারের অনুদানপ্রাপ্ত ছবির পরিচালক ওয়াহিদ তারেক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর পরিবার নিয়ে নির্মিত ‘হাসিনা: আ ডটার্স টেল’ ডকু ফিকশনের পরিচালক পিপলু খান। এখন তিনি রয়েছে দেশের বাইরে। ২৩ মে ঢাকায় ফিরবেন তিনি। দেশে ফিরেই তিনি যুক্ত হবেন অতুল তিউয়ারির সঙ্গে।
জানা গেছে, বঙ্গবন্ধুর বায়োপিকের দৈর্ঘ্য হবে ১৮০ মিনিট বা তিন ঘণ্টা। ছবির শুটিং শুরু হয়ে গেলে ৮০ দিনেই দৃশ্যধারণের কাজ শেষ করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন ছবির পরিচালক শ্যাম বেনেগাল। শুটিং পরবর্তী কাজ হবে মুম্বাইতে। আর ছবিটি ২০২০ সালেই মুক্তির জন্য প্রস্তুত হবে বলেও জানান পরিচালক।
বাংলা ভাষাতেই নির্মিত হবে বায়োপিকটি। পরবর্তীতের বিভিন্ন ভাষার সাব-টাইটেল দিয়ে প্রদর্শন করা হবে বিভিন্ন দেশে।
সারাবাংলা/পিএ/পিএম
আরও পড়ুন :
. সালমানে শীতল ক্যাটরিনা
. চলে গেলেন অভিনেত্রী মায়া ঘোষ