Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেমন করছে সালমানের ভারত?


৬ জুন ২০১৯ ১৬:৫৭ | আপডেট: ৬ জুন ২০১৯ ১৮:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভারত’ ছবির দৃশ্যে সালমান খান-ক্যাটরিনা কাইফ

বলিউডে রীতিই হয়ে দাঁড়িয়েছে বলা যায়। দিওয়ালিতে শাহরুখ খানের ছবি মুক্তি পাবে আর ঈদ মানেই সালমান খান।

রীতি মেনে এবারের ঈদে মুক্তি পেয়েছে সালমান খানের নতুন ছবি ভারত। আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ ছবিতে ড্রামা, অ্যাকশন, ইমোশন, কমেডি— প্রায় সব কিছুই ধরতে চেষ্টা করেছেন সালমান।

কিন্তু কেমন সাড়া পেলো বহুল আলোচিত এই ছবি? বক্স অফিসে প্রথম দিনের রেজাল্টই বা কেমন?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মুক্তির প্রথম দিন ৪২ কোটি টাকার কিছু বেশি আয় করেছে ভারত। যা সালমানের কোনো ছবির একদিনের সর্বোচ্চ আয়। এর আগে সালমানের ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিটি একদিনে সর্বাধিক ৪০ কোটি ৩৫ লক্ষ টাকা আয় করেছিল।

বিজ্ঞাপন

পুরো ভারত জুড়ে প্রায় ৪৭০০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি। গতকাল বিশ্বকাপে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের উত্তেজনা ছিল। কিন্তু তা সত্ত্বেও প্রথম দিনের আয় সালমানের জনপ্রিয়তাকেই প্রমাণ করেছে আবার।

ভারত একটি কোরিয়ান ছবির রিকেম। ছবিতে দীর্ঘদিন পর আবার জুটি বেঁধেছেন সালমান-ক্যাটরিনা।

ছবিতে একজন সাধারণ মানুষের জীবন, জার্নির মধ্যে দিয়ে দেখানো হয়েছে ভারতের ইতিহাস।

ভারতীয় গণমাধ্যম অবলম্বনে

সারাবাংলা/পিএম

বিজ্ঞাপন

চাকরি দিচ্ছে যমুনা ইলেকট্রনিক্স
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৫

আরো

সম্পর্কিত খবর