Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলে গেলেন গিরিশ কারনাড


১০ জুন ২০১৯ ১১:২৪ | আপডেট: ১০ জুন ২০১৯ ১৩:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতীয় খ্যাতিমান নাট্যকার, অভিনেতা ও পরিচালক গিরিশ কারনাড মারা গেছেন। আজ (সোমবার, ১০ জুন) বেঙ্গালুরুর নিজের মারা যান সংস্কৃতি জগতের বহুমুখি প্রতিভাধর এই ব্যক্তিত্ব। তার বয়স হয়েছিল ৮১ বছর।

ভারতের অত্যন্ত সম্মানজনক জ্ঞানপীঠ সাহিত্য পুরস্কার পাওয়া গিরিশ একাধারে ছিলেন নাট্যকার, অভিনেতা এবং নির্দেশক। তবে নাট্যচর্চায় সময় দিয়েছেন বেশি। চার দশকের বেশি সময় ধরে নাট্য চর্চার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অসংখ্য নাটক লিখেছেন। হিন্দি ছাড়াও বেশ কয়েকটি ভাষায় অভিনয় করেছেন গিরিশ।

গেলো শতাব্দীর ষাটের দশক থেকে ভারতীয় কন্নড় ভাষায় লেখক হিসেবে গিরিশ পরিচিতি পেতে শুরু করেন। পদ্মশ্রী এবং পদ্মভূষণ পেয়েছিলেন গিরিশ। ঝুলিতে আছে চারটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও। এরমধ্যে তিনটি শ্রেষ্ঠ পরিচালক হিসেবে আর একটি পেয়েছেন চিত্রনাট্যকার হিসেবে। পরিচালক হিসেবে পেয়েছেন জাতীয় পুরস্কারও।

বিজ্ঞাপন

অভিনেতা হিসেবে কাজ করেছেন প্রায় ৫০ বছর। ১৯৭০ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম ছবি সংস্কার। এরপর একে একে বহু ছবিতে অভিনয় করেন তিনি। সালমান খানের সঙ্গে ২০১২-এ ‘এক থা টাইগার’ এবং ২০১৭-এ ‘টাইগার জিন্দা হ্যায়’তেও গিরিশের অভিনয় দেখেছেন দর্শক। এছাড়া বহু টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেছেন গিরিশ কারনাড।

সারাবাংলা/পিএম


আরও পড়ুন :  তাদের আসল বয়স!


অভিনেতা গিরিশ কারনাড চলে গেলেন ব্যক্তিত্ব সালমান খান

বিজ্ঞাপন

মৌমাছির ডানায় ভর করে পৃথিবী
১০ জুলাই ২০২৫ ০৯:৫৩

আরো

সম্পর্কিত খবর