Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাকিব খানের বিকল্প নেই। হবে? কবে…?


১৯ জুন ২০১৯ ১৫:২২

বর্তমান বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির প্রাণ ভোমরা শাকিব খান। গত প্রায় এক যুগ ধরে তিনি ঢাকাই ছবির শীর্ষ নায়ক। তার বিকল্প কোনো নায়ক এখনো নেই আশেপাশে। একটা বড় অংশের দর্শকের কাছে শাকিব খানের চাহিদা আকাশচুম্বী। সেকারণে সিনেমা হলে শাকিব খানের ছবি মুক্তি পেলে উপচে পড়া ভীড় লাগে। বলা যায় যে, তিনি একাই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যাচ্ছেন।

সংশ্লিষ্ট অনেকে মনে করেন, একজন নায়কের কাঁধে ইন্ডাস্ট্রি; কখনোই চলচ্চিত্রের জন্য সুফল বয়ে আনে না। এমনকি ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখা যায় না। ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখতে দরকার পর্যাপ্ত মানসম্মত শিল্পী। কিন্তু দুঃখের বিষয়, শাকিবের রাজত্বকালীন এই সময়ে অনেক নায়ক আসলেও কেউ শাকিব খানের বিকল্প হয়ে উঠতে পারছেন না। তৈরি করতে পারছে না নিজের জায়গা। এমন কি পরিচালকরাও শাকিব খান ছাড়া অন্য কোনো নায়কের ওপর ভরসা করতে পারছেন না। এতে করে চলচ্চিত্রে নতুন নায়ক তৈরি হচ্ছে না।

বিজ্ঞাপন

শাকিব খান অভিনীত প্রথম মুক্তি পাওয়া ছবি ‘অনন্ত ভালোবাসা’ ছবির পরিচালক সোহানুর রহমান সোহান। তার কাছে প্রশ্ন ছিল, কেনো শাকিব খানের উত্তরসূরী তৈরি হচ্ছে না? উত্তরে তিনি বলেন, ‘আমি উত্তরসূরী বলব না। আমি বলতে চাই বিকল্প শিল্পী। শাকিব খানের পর তেমন কোনো অভিনয়শিল্পী আসেননি; যার ওপর পরিচালক ভরসা করতে পারেন। অনেক শিল্পী দেখি এফডিসিতে ঘোরাঘুরি করেন। কিন্তু প্রকৃত শিল্পীর বড় অভাব। এই অভাবের কারণে শাকিব খানকে নিয়ে বাধ্য হয়ে সিনেমা নির্মাণ করতে হচ্ছে। এছাড়া তো উপায় নেই।’


আরও পড়ুন :  রোশন পরিবারের চাঞ্চল্যকর তথ্য ফাঁস


তিনি আরও বলেন, ‘শাকিব খান বাদ দিলে এখন সেভাবে কোনো নায়ক নেই, যাকে নিয়ে বাজি ধরা যায়। তবে সিয়ামের কথা বলা যায়। ভালো করছে ছেলেটি। কিন্তু তিনি একটু বেশি দৌড়াচ্ছেন। এতে করে হঠাৎ খাঁদে পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। দেখা যাক আগামীতে তিনি শাকিব খানের বিকল্প হয়ে উঠতে পারেন কিনা!’

বিজ্ঞাপন

শাকিব খানকে নিয়ে ‘কোটির টাকার কাবিন’, ‘পিতার আসন’সহ বেশকিছু ছবি পরিচালনা করেছেন এফ আই মানিক। তার চোখে সমকালীন কোনো নায়ক নেই যিনি শাকিব খানের উত্তরসূরী হতে পারেন। তিনি বলেন, ‘শাকিব খানকে নিয়ে আমি অসংখ্য ছবি নির্মাণ করেছি। সব ছবি ছিল ব্যবসা সফল। তার ভেতর কাজের ক্ষুধা ছিল, যার ফলে সে আজকের অবস্থানে এসে পৌঁছেছে। এখনকার কোনো নায়কের মধ্যে শেখার আগ্রহ নেই। তারা হুট করে এসে ক্যামেরার সামনে দাঁড়িয়ে নায়ক বনে যান।’

নতুন শিল্পী তৈরিতে দায়বদ্ধতা আছে কিনা—জানতে চাইলে তিনি বলেন, ‘এখন যারা আসছেন তারা তো নিজেরাই সব বোঝেন। পরিচালক খালি চুপ করে ক্যামেরার সামনে বসে থাকেন। এতে করে কিভাবে শাকিব খানের বিকল্প তৈরি হবে বলুন! তবে এটা ঠিক, সিনেমার বর্তমান অবস্থা যদি উন্নত হতো, সিনেমা হলের উন্নয়ন হতো তাহলে নতুন শিল্পী তৈরি করা সহজ হতো। যেখানে ইন্ডাস্ট্রি ধুঁকছে, সেখানে নতুন শিল্পী তৈরির কথা তো চিন্তাই করা যায় না।’

শাকিব খানকে নিয়ে ভিন্নধর্মী গল্পের ছবি ‘সত্তা’ নির্মাণ করেছিলেন হাসিবুর রেজা কল্লোল। ছবিটি ব্যাপকভাবে প্রশংসিত হয় দর্শকমহলে। এই ছবিতে শাকিব খানকে সম্পূর্ণ নতুনরূপে হাজির করেন তিনি। তিনি মনে করেন নায়কের কোনো উত্তরসূরী হয় না। একটা নির্দিষ্ট সময় ধরে নায়ক সেরা স্থানে থাকেন।

কল্লোল বলেন, ‘এখন সময়টা শাকিব খানের। শাকিব খানের আগে অনেক নায়ক ছিলেন, যারা বাংলা সিনেমাকে নেতৃত্ব দিয়েছেন। বিশ বছর ধরে শাকিব খান সিনেমায় অভিনয় করছেন। প্রথমদিকে তিনি পার্শ্বচরিত্রে অভিনয় করতেন। সেখান থেকে ধীরে ধীরে নিজেকে প্রমাণ করে আজ এই অবস্থানে এসে পৌঁছেছেন। এখন যারা আছেন ইন্ডাস্ট্রিতে তারা দুঃসময়ে এসেছেন। তারা নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন না। যার ফলে নতুন নায়ক তৈরি হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘নতুন নায়ক তখনই তৈরি হবে যখন নতুন নতুন ছবি নির্মিত হবে। সরকারেরও কিছু গাফিলতি আছে এক্ষেত্রে। তারা চলচ্চিত্রে অনুদান দেওয়ার নামে সার্কাস করছে। এমনসব পরিচালক আর চলচ্চিত্রকে অনুদান দেওয়া উচিত যেখান থেকে নতুন শিল্পী তৈরি হবে। অথচ হচ্ছে তার উল্টো। এসম সমস্যার সমাধান না হলে নতুন নায়ক তৈরি হবে না।’

তার মতে, দেশের বড় কর্পোরেট কোম্পানিগুলো যদি বছরে ন্যূনতম তিনটি ছবি নির্মাণ করে তাহলে সিনেমার চেহারা পাল্টে যাবে। আর নতুন সিনেমা হলেই নতুন ছেলেরা সুযোগ পাবে নিজেকে প্রমাণের।

সারাবাংলা/আরএসও/পিএ/পিএম


আরও পড়ুন :

.   সাবেকের ভূমিকায় বর্তমান

.   ঢাকায় একসঙ্গে হলিউডের তিন ছবি

.   দুই ছবি পেলো সেন্সর ছাড়পত্র

.   শাকিব-অপু জুটির ছবি এখন শাকিব-বুবলী’র হাতে

.   সাত দেশের অংশগ্রহণে ‘বাংলাদেশ আন্তর্জাতিক নাট্যোৎসব’


আরও দেখুন ঃ  আমার জন্মই হয়েছে সঙ্গীতের জন্য: বাপ্পা মজুমদার [ভিডিও স্টোরি]

এফ আই মানিক শাকিব খান সোহানুর রহমান সোহান হাসিবুর রেজা কল্লোল

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর