Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রাসের দেখা মিললো ট্রেইলারে


২৯ জুন ২০১৯ ১৫:৩৪ | আপডেট: ২৯ জুন ২০১৯ ১৫:৪৫

ক্ষমতার লোভ মানুষকে হিংস্র করে। দয়া–মায়াহীন মানুষে পরিণত করে। ক্ষমতা অর্জন করতে, টিকিয়ে রাখতে মানুষ মানুষকে খুন করছে। স্বাভাবিক সমাজকে অস্বাভাবিক করে তুলছে। শান্তিপ্রিয় মানুষের ঘুম নষ্ট করছে।

বাস্তবের ক্ষমতার এই নৃশংসতা দেখা যাবে সিনেমায়, ছবির নাম ‘আব্বাস’। সাইফ চন্দন পরিচালিত ছবিটির কাহিনী গড়ে উঠেছে পুরান ঢাকার সন্ত্রাসীদের ক্ষমতা দখলের লড়াই নিয়ে। আর এলাকার বড় ত্রাস থাকে ‘আব্বাস’, যে তার এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে।

বিজ্ঞাপন

আরও পড়ুন :  ভরসা হারাচ্ছে আমদানিকৃত বাংলা ছবি


সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে ছবির ট্রেইলার। তিন মিনিট ২২ সেকেন্ডের এই ট্রেইলার মারদাঙ্গায় ভরপুর। সেই সাথে আছে প্রেম, ভালোবসা আর প্রিয় মানুষ হারানোর আর্তচিৎকার। ছবিতে আব্বাসরূপী চিত্রনায়ক নিরব ভিন্নভাবে উপস্থিত হয়েছেন।

সোহানা সাবাও লাস্যময়ীরূপে ধরা দিলেন ট্রেইলারে। তবে ট্রেইলারের মূল আকর্ষণ ছিলেন ইলোরা গহর ও জয়রাজ। দুজনই ছবিতে খল চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া আলেকজেন্ডার বোর উপস্থিতি ছবিতে ভিন্ন মাত্রা দিয়েছে। সবমিলে ‘আব্বাস’ একটি জমজমাট ছবি হতে যাচ্ছে- ট্রেইলার অন্তত তেমন আভাস দিচ্ছে।

এর আগে ছবির ফার্স্ট লুক পোস্টার ও টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত হয়। সেই প্রশংসার পালে হাওয়া দিচ্ছে ট্রেইলার। আব্বাস ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিরব, সোহানা সাবা, জয়রাজ, আলেকজান্ডার বো, নায়লা নাঈমসহ আরও অনেকে। এটি সোহানা সাবার প্রথম বাণিজ্যিক ছবি। এর আগে তিনি বেশকিছু বিষয়ভিত্তিক ছবিতে অভিনয় করেছেন। আগামী ৫ জুলাই ছবিটি মুক্তি পাবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএসও/পিএম

ট্রেইলার দেখুন: 

আব্বাস ট্রেইলার নিরব সাইফ চন্দন সোহানা সাবা

বিজ্ঞাপন

জুনে বসছে বিপিও সামিট
২৩ মে ২০২৫ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর