Friday 11 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশ অফিসার কারিনা কাপুর খান


১ জুলাই ২০১৯ ১৭:৩৭

তাকে দেখে ধারণা করা যাচ্ছে না যে তিনি পুলিশ। মডেলদের ঢংয়েই ক্যামেরায় পোজ দিয়েছেন কারিনা। শুধুমাত্র কোমরের ব্যাজ দেখে আন্দাজ করা যায় যে পুলিশের ভুমিকায় হাজির হচ্ছেন কারিনা কাপুর খান। সিনেমার নাম ‘আংরেজি মিডিয়াম’।

সম্প্রতি প্রকাশ পেয়েছে ছবিতে কারিনা কাপুরের পুলিশি লুক। ভারি মেকআপ নেই, নেই পোশাকের জাকজমকতা। ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ছবির পরিচালক হোমি আদাজানিয়া। ছবির শুটিং চলছে লন্ডনে।

বিজ্ঞাপন

এই ছবিতেই প্রথমবার একসঙ্গে কাজ করছেন কারিনা কাপুর খান ও ইরফান খান। ‘হিন্দি মিডিয়াম’ ছবির সিক্যুয়াল ‘আংরেজি মিডিয়াম’। ইরফানের অসুস্থতার পর এই ছবির মাধ্যমেই তিনি শুটিং শুরু করেন।

জুন মাসে আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন কারিনা কাপুর খান। ৩০ জুন এই অভিনেত্রী বলিউডে কাজ করার ১৯ বছর পার করেছেন। ২০০০ সালের জুন মাসে কারিনার অভিষেক ঘটে বলিউডে। জেপি দত্তের ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে শুরু হয় তার বলিউড যাত্রা।

সারাবাংলা/পিএ/আরএসও

আংরেজি মিডিয়াম কারিনা কাপুর খান পুলিশ সিনেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর