Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মৃত্যুপুরী’ এখন ‘অন্ধকার রাজত্ব’, শুরু হচ্ছে শুটিং


২ জুলাই ২০১৯ ১৩:৫১

‘মৃত্যুপুরী’ নামের একটি সিনেমার শুটিং হয়েছিল ২০১৫ সালে। আরিফিন শুভ এবং প্রসূন আজাদকে নিয়ে ছবিটি পরিচালনা করেছেন জায়েদ রেজওয়ান। ছবির বেশ কিছু দৃশ্যের শুটিং হয় অস্ট্রেলিয়ায়, প্রকাশ পায় ছবিটির একটি টিজার। কিন্তু তারপর বন্ধ থাকে ছবিটির কাজ।

নাম পরিবর্তন হয়ে আবারও শুরু হচ্ছে ছবির শুটিং। নতুন করে হবে দৃশ্যধারণও। ‘মৃত্যুপুরী’ নামের সিনেমাটি ছিল অস্ট্রেলিয়ান সিনেমা। কিন্তু এখন ‘অন্ধকার রাজত্ব’ ছবিটি হবে বাংলাদেশের সিনেমা। নতুন করে ছবিটির প্রযোজনার দায়িত্ব নিয়েছে দেশের প্রতিষ্ঠান বঙ্গবিডি।

বিজ্ঞাপন

আরও পড়ুন :  জন্মদিনে জয়ার প্রশংসায় সৃজিত ও রুদ্রনীল


ছবিটির প্রযোজক মুশফিকুর রহমান সারাবাংলাকে বলেন, ‘ছবিটির পুরো দায়িত্ব এখন আমাদের। ছবির চল্লিশ শতাংশ শুটিং হয়েছিল। বাকি কাজ আবার শুরু করতে চাই।’

কেন্দ্রীয় চরিত্রের অভিনয়শিল্পীতে আসছে না কোনো পরিবর্তন। পরিচালক হিসেবে থাকছেন জায়েদ রেজওয়ান ও পোস্ট প্রোডাকশন পরিচালক হিসেবে কাজ করবেন মুশফিকুর রহমান। নায়িকা চরিত্রে প্রসূন আজাদের শুটিং শেষ বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

এতদিন কেন ছবিটি বন্ধ থাকার কারণ হিসেবে ভালো কোনো ধারণা না পাওয়া গেলেও প্রসূন আজাদ জানান, প্রযোজক সংক্রান্ত ঝামেলা থাকার কারণে ছবির কাজ এতদিন বন্ধ ছিল।

এদিকে আরিফিন শুভ এখন ‘মিশন এক্সট্রিম’ ছবির কাজে ব্যস্ত রয়েছেন। এছাড়া ‘সাপলুডু’ নামে একটি সিনেমার কাজ শেষ করেছেন তিনি। অন্যদিকে প্রসূণ আজাদ ‘পদ্মাপূরাণ’ ছবিতে কাজ করেছেন। ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

সারাবাংলা/পিএ/আরএসও


আরও পড়ুন :  পুলিশ অফিসার কারিনা কাপুর খান


বিজ্ঞাপন

আরিফিন শুভ প্রসূণ আজাদ মৃত্যুপুরী সিনেমা অন্ধকার রাজত্ব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর