Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডালাসে বসছে বাংলা চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসর


৬ জুলাই ২০১৯ ১৩:১৮

চতুর্থবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘বাংলা চলচ্চিত্র উৎসব ডালাস ২০১৯’। আসছে ২ আগষ্ট থেকে যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব। চলবে ৪ আগস্ট পর্যন্ত।

‘বিশ্বের আঙিনায় বাংলা ছবি’— স্লোগান নিয়ে ডালাস শহরের অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টারে বসবে বাংলা চলচ্চিত্র উৎসবের এই আসর। এতে বাংলাদেশ ও ভারতের মোট ৮টি স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন :  কপিল বেশে রণবীরের জন্মদিন উপহার


বাংলাদেশ থেকে খ্যাতিমান পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর ‘আলফা’, আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘লাইভ ফ্রম ঢাকা’, সোহেল রানা বয়াতির ‘টিয়ার গপ্পো’ এবং এস এম কামরুল আহসান লেনিনের ‘ঘ্রাণ’ এই চারটি ছবি উৎসবে অংশ নিচ্ছে। পাশাপাশি পশ্চিমবাংলা থেকে থাকছে ‘আহারে’, ‘ফার্নিচার’, ‘পিউপা’ ও ‘প্রসারিণী’ এই চার ছবি।

উৎসব সমন্বয়ক তারেক ইয়াসিন উজ্জ্বল জানান, বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নেয়ার জন্য সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। সেই লক্ষ্যে সৃজনের হাট প্রতিবছর ৩ দিনব্যাপী এ উৎসব আয়োজন করে আসছে। ভবিষ্যতে আরও বড় কলেবরে আয়োজনের পরিকল্পনা আছে, জানালেন উৎসব সমন্বয়ক।

সারাবাংলা/আরএসও/পিএম


আরও পড়ুন :

.   এক রিয়েলিটি শো থেকেই ২০০ কোটি পারিশ্রমিক!

.   ব্যতিক্রমি মানুষদের পাপেট শো আজ


চলচ্চিত্র নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বাংলা চলচ্চিত্র উৎসব ডালাস ২০১৯ লাইভ ফ্রম ঢাকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর