হুমায়ূন আহমেদের গান-গল্প নিয়ে ‘জোছনার ফুল’
১৯ জুলাই ২০১৯ ১৬:৪২
কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭ম মৃত্যুবার্ষিকী ১৯ জুলাই। হুমায়ূন আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গানওয়ালা প্রকাশ করেছে ‘জোছনার ফুল’ শিরোনামে গান-গল্প। জোছনার ফুল গান ও গল্পে কণ্ঠ দিয়েছেন যথাক্রমে অনিন্দিতা রায় ও রাজিবুল ইসলাম।
ছোটোবেলায় বন্ধ জানালার ফাঁক দিয়ে সকালের রোদ ঢুকেছে ঘরে। সেই আলো ধরার চেষ্টা করেও ধরা যায় না। আমাদের প্রত্যেকের একান্ত গল্পটিকেই ‘আমার ছেলেবেলা’য় হুমায়ূন ব্যাক্ত করেছেন সরল ভাষায়- ‘সৌন্দর্যকে ধরতে না পারার বেদনায় কাটল আমার শৈশব কৈশোর যৌবন। আমি জানি সম্ভব না, তবু এখনও চেষ্টা করে যাচ্ছি- যদি একবার জোছনার ফুল ধরতে পারি।’
কাজটি সর্ম্পকে বাচিক শিল্পী রাজীবুল ইসলাম বলেন, ‘হুমায়ূন আহমেদকে বলা হয় গল্পের জাদুকর। জীবনের বিভিন্ন পর্যায়ে হওয়া অভিজ্ঞতা, জীবনদর্শন এবং জীবনোপলব্ধি যে পরবর্তিতে তার সৃষ্টিশীল কাজে রসদ যুগিয়েছে তা তার স্মৃতিচারণমূলক লেখাগুলো পড়লেই বোঝা যায়। শুধু তাই না, এ গল্পগুলো পড়লে প্রায়ই মিল খুঁজে পাওয়া যায় নিজেদের জীবনে ঘটে যাওয়া একই ধরনের অভিজ্ঞতার সাথে। ঠিক তখনই এক অদ্ভুত যোগাযোগ তৈরি হয় লেখকের সঙ্গে। যে লেখক ব্যাক্তিগত জীবনে পরিচিত না, তার সাথে কোথায় যেন এক আত্মার সম্পর্ক তৈরি হয়। পাঠকের সঙ্গে হুমায়ূন আহমদের লেখার সম্পর্কটা এমনই।’
‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমা ‘আমার ভাঙা ঘরে’ গানের কয়েকটি কলি এবং স্মৃতিচারণের বর্ণনা একসাথে উপস্থাপন করে প্রিয় লেখককে স্মরণ করার একটি প্রচেষ্টার নাম ‘জোছনার ফুল’। গানওয়ালা’র ইউটিউব চ্যানেল প্রকাশ করেছে এই গান-গল্প।
সারাবাংলা/পিএ