Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই, অস্ত্রসহ গ্রেফতার ৬

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ০০:৩৩ | আপডেট: ১৮ জুন ২০২৫ ১০:৫০

মিরপুরে ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মিরপুরে প্রকাশ্য দিবালোকে মানি একচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘মিরপুরে প্রকাশ্য দিবালোকে মানি একচেঞ্জ ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় লুণ্ঠিত অর্থ, বিদেশি অস্ত্র ও গাড়িসহ ছয়জনকে গ্রেফতার করেছে ডিবি।’

তালেবুর রহমান বলেন, ‘ছিনতাইয়ের এই ঘটনায় জড়িতদের গ্রেফতার ও উদ্ধার সংক্রান্ত বিষয়ে বুধবার দুপুর ২টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’

বিজ্ঞাপন

এর আগে, গত ২৭ মে মিরপুর-১০ নম্বরে ফায়ার সার্ভিস স্টেশনের পেছনের গলিতে ডাকাতির এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর নাম জাহিদুর রহমান। তিনি মিরপুর-১০ নম্বরে মানি এক্সচেঞ্জের ব্যবসা করেন।

সারাবাংলা/এমএইচ/পিটিএম

গুলি গ্রেফতার ছিনতাই টাকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর