Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাট্যাঙ্গনে নতুন নাট্যদল ‘অনুস্বর’র যাত্রা শুরু


২৬ জুলাই ২০১৯ ১৪:১৩

বাংলাদেশের নাট্যাঙ্গনে যুক্ত হলো নতুন নাট্যদল ‘অনুস্বর’। বৃহস্পতিবার (২৫ জুলাই) রাত ৮টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ জাতীয় নাট্যশালার প্রশিক্ষণ কক্ষে দলটির লোগো উন্মোচন করা হয়। গ্রুপ থিয়েটার ভিত্তিক এ নাট্যদলের লোগো উন্মোচন করেন দলপ্রধান ড. মোহাম্মদ বারী। লোগো ডিজাইন করেছেন শিল্পী শাহীনুর রহমান।

লোগো উন্মোচনের এই ঘরোয়া আয়োজনে উপস্থিত ছিলেন নাট্যজন প্রশান্ত হালদার, শিল্পী শাহীনুর রহমান, নাট্যনির্দেশক ও অভিনেতা সাইফ সুমন, রঞ্জন দে সাথীসহ দলটির সদস্যরা।

এসময় নতুন নাট্যদলের ঘোষণা পাঠ করেন নির্বাহী সম্পাদক প্রশান্ত হালদার। ঘোষণায় বলা হয়- মানুষের মুক্তি, অসাম্প্রদায়িক মানবিক সমাজ আর সুন্দরের আরাধনা অনুস্বর-এর স্বপ্ন। এ স্বপ্ন প্রকৃত অর্থে মানুষেরই। অনুস্বর-এর নাট্য অভিযাত্রায় মানুষই মুখ্য।

দলটির প্রধান মোহাম্মদ বারী বলেন, ‘ঈদের পর নতুন নাটক এবং দলের কার্যক্রম নিয়ে বিস্তারিত জানানো হবে। মানুষের প্রতি দায়বোধ থেকেই নাট্যাঙ্গনে সক্রিয়ভাবে কাজ করবে অনুস্বর।’

‘অনুস্বর’ এর সাংগঠনিক কাঠামোতে রয়েছেন দলপ্রধান- মোহাম্মদ বারী, নির্বাহী সম্পাদক- প্রশান্ত  হালদার, সম্পাদক (দৃশ্য শিল্প)- শাহীনুর রহমান, সম্পাদক (প্রশিক্ষণ)- সাইফ সুমন, সম্পাদক (অর্থ)- রঞ্জন দে সাথী।

অনুস্বর নাট্যদল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর