Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহরুখ পুত্রের তামিল অভিষেক!


২৯ জুলাই ২০১৯ ১৩:২৫ | আপডেট: ২৯ জুলাই ২০১৯ ১৫:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে নিয়ে সবার আগ্রহ একটু বেশিই। বাবার মতো ছেলে যে সিনেমায় নাম লেখাবেন, এটা আগে থেকে ধারনা ছিল। কিন্তু বলিউড নাকি হলিউড; কোন ইন্ডাস্ট্রি থেকে আরিয়ান খান যাত্রা শুরু করবেন সেটা নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা।


আরও পড়ুন :  গুঞ্জন হলো সত্যি, নোবেল তৃতীয়


মাঝে শোনা গেছে, শাহরুখ খান ছেলের হলিউড অভিষেক নিয়ে বেশ দৌড়ঝাপ করেছেন। সুপার হিরো ঘরানার একটি ছবিতে অভিনয় করার বিষয়ে তিনি নাকি হলিউড প্রযোজকদের রাজিও করিয়েছিলেন। পরবর্তীতে সেই ছবিটি আর করা হয়নি শাহরুখ পুত্রের। কারণ শাহরুখের কাছের বন্ধুরা ছেলেকে প্রথমেই সুপার হিরো ঘরানার সিনেমায় অভিনয় না করানোর পক্ষে মত দেন।

বিজ্ঞাপন

এসব যদিও পুরোনো খবর। নতুন খবর হলো হলিউড বা বলিউড নয়, তামিল সিনেমার মাধ্যমে সিনেমার ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন আরিয়ান খান। খবর জি নিউজ ইন্ডিয়ার।

সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি এক প্রতিবেদনে জানিয়েছে, পরিচালক গুণাশেখর এর পিরিয়ডিক্যাল ছবি ‘হিরণ্যকশিপু’ ছবিতে দেখা যেতে পারে আরিয়ানকে। ‘বাহুবলী’র পর ‘হিরণ্যকশিপু’ হতে যাচ্ছে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। ‘বাহুবলী’ খ্যাত দুই তারকা প্রভাস ও রানা দাগ্গুবাতিকে দুই কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে এই ছবিতে। ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেয়া হয়েছে আরিয়ানকেও।

ওদিকে, ইতিমধ্যেই হলিউড ফিল্ম ‘দ্যা লায়ন কিং’-এর হিন্দি ভার্সনের জন্য সিম্বার ভূমিকায় কণ্ঠ দিয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান।


আরও পড়ুন :  ৭ পদে ৯ প্রযোজক লড়বেন দ্বিতীয় দফায়


 

অভিষেক আরিয়ান খান তামিল সিনেমা শাহরুখ খান হিরণ্যকশিপু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর