Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নয়া অবতারে সিয়াম


১১ আগস্ট ২০১৯ ১৫:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিয়াম ভক্তদের জন্য সুখবর। প্রকাশ্যে এসেছে সিয়াম অভিনীত ‘শান’ ছবির প্রথম পোস্টার। ঈদের ঠিক একদিন আগেই সিয়াম তার ভক্তদের উপহার হিসেবে নিজের অভিনীত ছবির পোস্টার প্রকাশ করেছেন।

পোস্টারে সিয়ামকে একেবারে নয়া অবতারে দেখা গেছে। এই রূপে তাকে আগের অভিনীতি তিনটি ছবিতে দেখা যায়নি। পরিত্যক্ত একটি গ্যারেজে খাকি প্যান্ট, কালো শার্ট, চোখে সানগ্লাস পরে দুই হাতের তালুবদ্ধ করে পিস্তল উঁচিয়ে ধরে আছেন সিয়াম। পিস্তল ধরে তিনি যেভাবে তাকিয়ে আছেন তাতে মনে হবে এখনই সামনে থেকে আসা শত্রু পক্ষকে পিস্তলের গুলিতে ঘায়েল করবেন।

পোস্টার দেখেই বোঝা যাচ্ছে, এটি সম্পূর্ণ অ্যাকশনধর্মী ছবি হতে যাচ্ছে। এটি প্রকাশের পর প্রশংসার জোয়ারে ভাসছেন সিয়াম। সিয়ামের অনেক অনুরাগী জানান, তারা ছবিটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

বিজ্ঞাপন

‘শান’ ছবিতে সিয়ামের বিপরীতে অভিনয় করছেন পূজা চেরী। আর ছবিটি পরিচালনা করছেন এম এ রাহিম। এর গল্প লিখেছেন আজাদ খান। আগামী ২০২০ সালের ঈদুল ফিতরে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে ছবিটি।

এম এ রাহিম পোস্টার শান সিয়াম আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর