Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিন্দি ছবির কিংবদন্তি সুরকার খৈয়াম প্রয়াত


২০ আগস্ট ২০১৯ ১৪:০৩

বরফের রাজ্যে আবেশে জড়িয়ে যুগল। অমিতাভ বচ্চনের কোলে মাথা রেখে রাখী। অমিতাভের ঠোঁটে তখন, ‘কাভি কাভি মেরে দিল মে খায়াল আতা হ্যায়… ’। যশ চোপড়ার রোমান্টিক ফিল্ম ‘কাভি কাভি’-তে সাহির লুধিয়ানভির ওই কথাগুলিকে সুরের ছায়ায় চিরকালীন করেছেন খৈয়াম।

সোমবার (১৯ আগস্ট) রাতে প্রয়াত হলেন সেই কিংবদন্তি সুরকার। বয়স হয়েছিল ৯২।


আরও পড়ুন :  কবিতার অনুভূতি ফ্রেমে বাঁধবে ‘চিত্রকল্প’


পাঁচ থেকে শুরু করে নয়ের দশকের গোড়া পর্যন্ত— প্রায় চার দশক ধরে হিন্দি ছবির পর্দায় গজলকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন  মহম্মদ জহুর হাশমি খৈয়াম। সবাই তাকে চেনেন খৈয়াম নামে। তার সঙ্গে ছিল, কাইফি আজমি বা জান নিসার আখতারের মতো কবির লেখনী। তবে শুধু গজল নয়, সুরের সৃষ্টিতে খৈয়াম অমর করেছেন বহু সাধারণ মানের লেখনীও।

চলতি বছরের জুলাইয়ের শেষ দিকে ফুসফুসের সংক্রমণ নিয়ে মুম্বাইয়ের জুহুতে এক হাসপাতালে ভর্তি ছিলেন খৈয়াম। সে সময় থেকেই আইসিইউ-তে ছিলেন তিনি। তার দেখাশোনা করছিলেন গজল গায়ক তালাত আজিজ। সঙ্গে ছিলেন খৈয়ামের স্ত্রী জগজিৎ কউরও।

তালাত আজিজ জানিয়েছেন, সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ মারা যান খৈয়াম। হাসপাতাল সূত্রে খবর, তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। ভেন্টিলেশনে রাখা হয়েছিল খৈয়ামকে। মঙ্গলবার (২০ আগস্ট) মুম্বাইয়ে খৈয়ামের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।

অবিভক্ত ভারতের পঞ্জাবে ১৯২৭ সালের ১৮ ফেব্রুয়ারি জন্ম খৈয়ামের। ছোটবেলা থেকেই টান ছিল হিন্দি ছবির গানের প্রতি। গান শিখতে এক বার বাড়ি ছেড়ে পালিয়ে চলেও আসেন দিল্লিতে, কাকার বাড়িতে। সুপ্ত ইচ্ছে, অভিনেতা হবেন। তবে শেষমেশ সে সব ছেড়ে এক সময় ফিরে যান নিজের বাড়িতে।

বিজ্ঞাপন

তখন থেকেই জোরকদমে উচ্চাঙ্গ সংগীতের তালিম শুরু। ১৯৬১-তে রমেশ সহগলের ছবি ‘শোলা অউর শবনম’-এর গানে সুর দিয়ে নজর কাড়েন তিনি। সেই শুরু! এর পর ‘ত্রিশূল’, ‘বাজার’, ‘উমরাও জান’, ‘নুরি’, ‘রাজিয়া সুলতান’— একের পর এক ছবিতে দর্শককে বেঁধেছিলেন তার সুরের জালে। পেয়েছেন জাতীয় পুরস্কার, সংগীত নাটক অ্যাকাডেমি বা পদ্মভূষণ সম্মান।


আরও পড়ুন :  বাংলাদেশের ছবিতে প্রথমবার সানি লিওনি


খৈয়াম গজল বলিউড সিনেমা সুরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর