Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিরতি ভেঙে শুরু হলো ‘গাঙচিল’ ছবির শুটিং


২০ আগস্ট ২০১৯ ১৬:০৩ | আপডেট: ২২ আগস্ট ২০১৯ ১২:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা। উপন্যাসের নামেই রাখা হয়েছে ছবির নাম। ছবিটি নির্মাণ করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।


আরও পড়ুন :  হিন্দি ছবির কিংবদন্তি সুরকার খৈয়াম প্রয়াত


কিছু বিরতির পর আবার শুরু হয়েছে ছবির শুটিং। সোমবার (১৯ আগস্ট) থেকে নোয়াখালীতে শুরু হয়েছে ছবির দৃশ্যধারণ। এবারের শুটিংয়ে অংশ নিয়েছেন তারিক আনাম খান, আনিসুর রহমান মিলন, আহসানুল হক মিনুসহ আরও অনেকে।

ছবির মূল চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস ও পূর্ণিমা। কয়েক মাস আগে নোয়াখালীতে শুটিং চলাকালীন সময়ে দুর্ঘটনার শিকার হন তারা। সেই নোয়াখালীতের শুটিং শুরু হলো আবার। তবে এবার শুটিংয়ে অংশ নিচ্ছেন না পূর্ণিমা। তবে ফেরদৌস অংশ নেবেন শুটিংয়ে।

বিজ্ঞাপন

পরিচালক জানান, ১০ দিন নোয়াখালীতে টানা শুটিং চলবে এই সিনেমার।


আরও পড়ুন :  

.   কবিতার অনুভূতি ফ্রেমে বাঁধবে ‘চিত্রকল্প’

.   বাংলাদেশের ছবিতে প্রথমবার সানি লিওনি


গাঙচিল নঈম ইমতিয়াজ নেয়ামুল সিনেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর