Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুসান ও হংকং এশিয়ান ফিল্ম ফেস্টিভালে ‘শনিবার বিকেল’


৫ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৫১

মস্কো, সিডনি এবং মিউনিখের পর মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’ চলচ্চিত্রটির এশিয়ান প্রিমিয়ার হচ্ছে এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ বুসান ফিল্ম ফেস্টিভ্যালে। অক্টোবরের ৩ থেকে ১৭ তারিখ পর্যন্ত চলবে বুসান ফিল্ম ফেস্টিভাল। উৎসবে যোগ দিতে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী আগামী ৪ অক্টোবর বুসান যাবেন।


আরও পড়ুন :  অর্ধশতাধিক সিনেমা হলে জিৎ, বিপরীতে এক দেশি ছবি


বুসানের পর ‘শনিবার বিকেল’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে হংকং এশিয়ান ফিল্ম ফেস্টিভালে। আয়োজকরা ছবিটি প্রদর্শনের জন্য নির্বাচিত করেছে। উৎসব আয়োজিত হবে অক্টোবর মাসের শেষে।

বিজ্ঞাপন

গত এপ্রিলে মস্কো ফিল্ম ফেস্টিভালে অংশ নিয়ে ‘শনিবার বিকেল’ ছবিটি দুইটি ইনডিপেন্ডেন্ট জুরি পুরস্কার অর্জন করে। এছাড়া সিডনি ও মিউনিখ ফিল্ম ফেস্টিভালে ছবিটি প্রদর্শনের পর ব্যাপকভাবে প্রশংসিত হয়। ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল এবং ট্যানডেম প্রোডাকশন।

হলি আর্টিজনে জঙ্গী হামলার ওপর ভিত্তি করে নির্মিত ছবিতে অভিনয় করেছেন প্যালেস্টাইনের ইয়াদ হুরানি, পশ্চিমবঙ্গের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়া বাংলাদেশ থেকে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকেরসহ আরও অনেকে।


আরও পড়ুন :  ভয়ঙ্কর ‘ইট’-এর সিক্যুয়াল ‘ইট চ্যাপ্টার টু’ আসছে ঢাকায়


বুসান চলচ্চিত্র উৎসব শনিবার বিকেল সিনেমা হংকং হংকং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর