Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কঙ্গনা তবে প্রশংসাও করতে জানেন!


১১ সেপ্টেম্বর ২০১৯ ১২:১৮ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের যে মারমুখী ইমেজ তাতে কারও ব্যাপারে তিনি মুখ খুলেছেন মানে, সবাই ধরে নেয় নেতিবাচক কিছু। কিন্তু না, এবার ঠিক উল্টোটাই ঘটেছে। কঙ্গনা রানাউতের মুখে প্রশংসা শোনা গেল, তা-ও আবার অক্ষয় কুমারের।


আরও পড়ুন :  মেড ইন বাংলাদেশ: যে সংগ্রামের নেই কোনো সীমানা


নারীকেন্দ্রিক ছবিকে বেশি করে সামনে আনার জন্য অক্ষয়কে শুভেচ্ছা জানিয়েছেন কঙ্গনা। কঙ্গনা মনে করেন, ‘মিশন মঙ্গল’ মূলত মহিলা বিজ্ঞানীদের সাফল্যের গল্প হলেও সেখানে অক্ষয় কাজ করায় ছবিটি আলাদা মাইলেজ পেয়েছে। এই ধরনের ছবিকে সামনে আনার জন্য তিনি ধন্যবাদ পেতেই পারেন।

তবে ‘মিশন মঙ্গল’-এ অনেক প্রতিষ্ঠিত অভিনেত্রী থাকা সত্ত্বেও পোস্টারে অক্ষয়ের মুখ বড় করে দেখানোয় বিতর্ক তৈরি হয়েছিল। এই ইস্যুতেও অক্ষয়ের পক্ষ নেন কঙ্গনা। বলেন, অক্ষয় না থাকলে এ ধরণের সিরিয়াস বিষয় নিয়ে এত জনপ্রিয় ছবি তৈরি করা সম্ভব হত না। সুতরাং ছবির প্রয়োজনেই অক্ষয়কে সামনে আনা হয়েছে।

বিজ্ঞাপন

‘প্যাডম্যান’ কিংবা ‘টয়লেট: এক প্রেম কথা’র মতো ছবিতে নারীদের সমস্যা নিয়ে কথা বলা হয়েছে। যা মারাত্মক রকমের সামাজিক সমস্যাও। অক্ষয় এই বিষয়গুলোকে ছবির মাধ্যমে সামনে তুলে আনায় তাকে প্রশংসায় ভাসালেন কঙ্গনা।


আরও পড়ুন :  কংগ্রেস ছাড়লেন উর্মিলা


অক্ষয় কুমার কঙ্গনা রানাউত প্রশংসা বলিউড মিশন মঙ্গল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর