Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়ান চলচ্চিত্র উৎসবে ‘হাসিনা: এ ডটারস টেল’


১৭ অক্টোবর ২০১৯ ১৩:৫৪

স্পেন থেকে: এশিয়াভিত্তিক সংগঠন ‘কাসা এশিয়া’র আয়োজনে স্পেনে অনুষ্ঠিত হচ্ছে ‘৭ম এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল-২০১৯।’ ওই ফেস্টিভ্যালে এবারই প্রথম ছয়টি দেশের তথ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। আর সেখানেই প্রদর্শিত হচ্ছে ‘হাসিনা: এ ডটারস টেল’।

গত ১৪ অক্টোবর মাদ্রিদের ‘বি দ্য ট্রাভেল ব্র্যান্ড এক্সপেরিয়েন্স’র হলরুমে সন্ধ্যা ৭টায় ‘হাসিনা: এ ডটারস টেল’ প্রথমবারের মতো প্রদর্শিত হয়। তথ্যচিত্রটি দেখতে হলরুমে উপস্থিত হন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার, বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব তাহসিনা আফরিন শারমিন, কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ, প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ শরিফুল ইসলামসহ স্পেনের স্থানীয় দর্শকরা।

বিজ্ঞাপন

আরও পড়ুনঃ  আসাদুজ্জামান নূরের নতুন আবৃত্তির অ্যালবাম


এ সময় এক প্রতিক্রিয়ায় রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বলেন, ‘পরিবার-পরিজন হারানোর পর শেখ হাসিনা যেভাবে শোককে শক্তিতে রূপান্তরিত করে ঘুরে দাঁড়িয়েছেন, তা এই তথ্যচিত্রে সুন্দরভাবে চিত্রায়িত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে কাজ করে যাচ্ছেন- তা আমাদের আশান্বিত করে, শক্তি যোগায়।’

৭৫ মিনিট দৈর্ঘ্যের ‘হাসিনা: এ ডটারস টেল’ তথ্যচিত্রটি দেখতে উল্লেখযোগ্য সংখ্যক স্প্যানিশ উপস্থিত ছিলেন। এভা ফ্রুতোস নামের এক স্প্যানিশ নারী বলেন, ‘তথ্যচিত্রটি অনেক ভালো লেগেছে। বাংলাদেশের অনেক ইতিহাস জানা হলো। এছাড়া বড় কথা হলো- একজন নারী হিসেবে এগিয়ে যেতে ছবিটি আমাকে অনুপ্রেরণা জোগাবে।’

বিজ্ঞাপন

স্পেন আওয়ামী লীগের আহ্বায়ক এস আর আই এস রবিন বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধু বেঁচে থাকলে এতদিনে বাংলাদেশ বিশ্বের উন্নত দেশে পরিণত হতে পারত। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন সে লক্ষ্য পূরণে এগিয়ে যাচ্ছে।’

তথ্যচিত্রটি দেখতে আসা স্পেন আওয়ামী লীগের সদস্য সচিব রিজভী আলম বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার দীর্ঘ এই সংগ্রামী জীবনের গল্প আমাদের বিমোহিত করেছে। শিগগিরই প্রবাসীদের জন্য আমরা উন্মুক্ত প্রদর্শনীর ব্যবস্থা করব।’

উল্লেখ্য, ‘হাসিনা: এ ডটারস টেল’-এর দ্বিতীয় প্রদর্শনী ১৬ অক্টোবর সন্ধ্যা ৭টায় ওই একই হলরুমে অনুষ্ঠিত হয়। এছাড়া তৃতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে ৩ নভেম্বর। তবে তৃতীয় প্রদর্শনীর স্থান ও সময় এখনও নির্ধারিত হয়নি বলে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, স্পেনে এশিয়া অঞ্চলের দেশগুলোকে নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘কাসা এশিয়া’র এবারের ফিল্ম ফেস্টিভ্যালে এশিয়ার ২৫টি দেশের শতাধিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ৩০ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ১২ দিনব্যাপী মূল চলচ্চিত্র উৎসব এবং অফ ফেস্টিভ্যাল হিসেবে ৪ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন দেশের ডকুমেন্টারি ছবি প্রদর্শিত হবে।

১৪ অক্টোবর ‘হাসিনা: এ ডটারস টেল’র প্রথম প্রদর্শনীতে অন্যান্যের মধ্যে আরও উপিস্থিত ছিলেন, আওয়ামী লীগ স্পেন শাখার যুগ্ম-আহ্বায়ক বদরুল আলম মাস্টার, স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ, অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক কবির আল মাহমুদ, স্পেন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য একরামুজ্জামান কিরণ, আওয়ামী লীগ নেতা তুতা কাজী প্রমুখ।


আরও পড়ুনঃ  ‘আপসা’য় মনোনয়ন পেলো ‘মেড ইন বাংলাদেশ’


 

‘হাসিনা: এ ডটার’স টেল’ ৭ম এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল-২০১৯ স্পেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর