Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাপ্পি লাহিড়ীর গান গাইলেন লেডি গাগা


২২ অক্টোবর ২০১৯ ১৬:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিউডের যেসব মিউজিক ডিরেক্টরের সবচেয়ে বেশি হিট নাম্বার আছে তাদের মধ্যে শীর্ষে বাপ্পি লাহিড়ী। লম্বা সময় ধরে বলিউডে রাজত্ব করেছেন। বলিউডে তার হাত ধরেই ‘ডিস্ক সং’ বা পার্টি সং জনপ্রিয়তা পেয়েছিল। ক্যারিয়ারের পড়ন্ত বেলাতেও উপহার দিচ্ছেন হিট নাম্বার।

এবার নতুন খবর।  বিখ্যাত মার্কিনী গায়িকা লেডি গাগা গাইলেন বাপ্পি লাহিড়ীর গান। সঙ্গে গলা মেলালেন বাপ্পি লাহিড়ী নিজেই। খবর অনুযায়ি, গাগার সঙ্গে দু’টি গান রেকর্ড করেছেন বাপ্পি লাহিড়ী। চলতি বছরের শেষেই মুক্তি পাবে সেই গান।

আনন্দিত বাপ্পি লাহিড়ী ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, ‘গানের ইংলিশ অংশ গেয়েছেন গাগা আর আমি হিন্দি। আশা করা যায়, এই বছরের শেষের দিকেই মুক্তি পাবে গানদু’টি।’

বিজ্ঞাপন

পাশাপাশি তিনি আরও একটি নতুন খবর দেন। ‘দু’মাস আগে অ্যাকনের সঙ্গেও গান গেয়েছি আমি। সেই গানটিও খুব শীঘ্রই মুক্তি পাবে।’

বলিউড আর টলিউড বহু বছর ধরেই মাতিয়ে রেখেছেন বাপ্পি লাহিড়ী। হলিউডেও মজবুত অবস্থান আছে। ওয়েলস ডিজে, এবং প্রযোজক জেমি জোনাস-এর সঙ্গেও গান গাইতে দেখা গেছে তাকে।

ওদিকে লেডি গাগা তার টুইটার অ্যাকাউন্ট থেকে একটি সংস্কৃত শ্লোক পোস্ট করেন। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘এই বিশ্বের সমস্ত প্রাণ যেন স্বাধীন এবং সুখী হয়।’
তার সেই পোস্ট মুহুর্তেই ভাইরাল হয়ে যায়।

বাপ্পি লাহিড়ী লেডি গাগা

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর