নায়ক ছবিতে একদিনের জন্য মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের চেহারা বদলে দিয়েছিলেন অনিল কাপুর। তার সেই মেধা এবার কাজে লাগলো বলে! টুইটারে এক ভক্ত অনীল কাপুরকে মাহরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন অনিল কাপুরই এই পদের জন্য সেরা!
উল্লেখ্য সম্প্রতি হয়ে যাওয়া ভারতের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি-শিবসেনা জোট সংখ্যাগরিষ্ঠতা পেলেও নিজেদের মধ্যে মত পার্থক্যের কারণে এখনও সরকার গঠন করতে পারেনি। সমস্যা তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে। ৫ বছর মেয়াদের মধ্যে অর্ধেক সময় নিজেদের মুখ্যমন্ত্রী চাইছে শিবসেনা। আর বিজেপি রাজি হচ্ছে না তাতে। মুখ্যমন্ত্রী পদ নিয়ে টানাপোড়েনের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনিল কাপুরকে দেওয়া ভক্তের এই প্রস্তাব রীতিমতো ভাইরাল হয়েছে।
টুইটারে ভক্ত লিখেছেন,আমরা যতদিন না মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ নিয়ে সমাধানে আসতে পারছি ততদিন অনিল কাপুরকে এই দায়িত্ব দেওয়া উচিত। কারণ আমরা নায়ক ছবিতে দেখেছি একদিনের জন্য মুখ্যমন্ত্রী হয়ে কি অসাধারন কাজ করেছেন তিনি।
জবাবে অনিল কাপুর দ্রুতই ভক্তের প্রস্তাবের জবাব দিয়েছেন। বলেছেন, অভিনেতা হিসেবেই ভালো আছেন তিনি। ভাক্তের টুইটে অনিলের এই মন্তব্য বেশ হাস্যরসের সৃষ্টি করেছে। অনিলের মন্তব্যের জবাবে আরেক ভক্ত লিখেছেন, নায়ক ছবিতে প্রথমে আপনি প্রস্তাব প্রত্যাখ্যান করে পরে কিন্তু তা গ্রহণ করেছিলেন। এখনও তাই করবেন আশাকরি।
নায়ক ছবিটি ২০০১ সালে মুক্তি পাওয়া অনিল কাপুরের হিট ছবি। ছবিতে অনিল কাপুরের সঙ্গে আরও ছিলেন রানি মুখার্জি ও অমরেশ পুরী। ছবিতে অনিল একটি টেলিভিশন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি অমরেশ পুরীর চ্যালেঞ্জে একদিনের জন্য মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন।
চ্যালেঞ্জ গ্রহণ করে একদিনেই দারুণ প্রশংসিত হন অনিল কাপুর। পরে তিনি সত্যি সত্যি রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।