Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রান্নাঘরের ভালোবাসা


১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৫৮ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

রান্নাঘরেই জমবে প্রেম। তেমনটাই আভাস পাওয়া যাচ্ছে। ‘আহা রে’ সিনেমায় তেমন এক গল্প দেখানোর ইঙ্গিত দিচ্ছেন পরিচালক রঞ্জন ঘোষ। ছবিতে কলকাতার হোমকুকের চরিত্রে আছেন ঋতুপর্ণা৷ আর ঢাকার এক শেফের চরিত্রে অভিনয় করবেন এদেশের নায়ক আরিফিন শুভ।

দ্বিতীয়বারের মতো একসঙ্গে সিনেমায় অভিনয় করছেন ঋতুপর্ণা ও শুভ। কিছুটা বিরতির পর আবারো প্রযোজনায় ফিরলেন ঋতুপর্ণা সেনগুন্ত ৷ তার প্রযোজনা সংস্থা ‘ভাবনা আজ ও কাল ’-এর ছায়ায় তৈরি হবে ‘আহা রে’। আর পরিচালক হিসেবে তিনি বেছে নিয়েছেন রঞ্জন ঘোষকে৷ ঋতুকে নিয়ে রঞ্জন এর আগে নির্মাণ করেছেন ‘হৃদমাঝারে’ সিনেমাটি। যা হয়েছে দর্শক নন্দিত।

বিজ্ঞাপন

সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হয়েছে ‘আহা রে’ সিনেমার মহরত, চলছে এখন শুটিং। ছবির গল্প কেমন? ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে রঞ্জন বলেছেন, ‘লাভ স্টোরি৷ এই ছবিকে আমরা ভালোবাসা পাওয়ার গল্প বলতে পারি৷ ভারত আর বাংলাদেশ, দুই দেশের দুই মানুষের৷’

রঞ্জন আরো বলেছেন, ‘‘টলিউডে ফুডফিল্ম হিসেবে প্রথম ছিল ‘স্বাদে আহ্লাদে’৷ তারপর ‘মাছের ঝোল’৷ আমার ছবিটিও অবশ্যই ফুডফিল্ম, তবে শুধুমাত্র ফুডফিল্ম নয়৷ সঙ্গে আছে আরো কিছু।’’

ঋতুপর্ণা সেনগুন্ত কেন বাছলেন এই ছবি? ঋতুপর্ণা বলেছেন , ‘একই রকম লাভ স্টোরির চেয়ে এই ছবির গল্প ভীষণ অন্যরকম৷ আর রঞ্জন খুব সেনসিটিভ একজন পরিচালক৷ চিত্রনাট্য শুনে খুব পরিণত মনে হয়েছিল৷ তার ওপর খাবারদাবারের ব্যাপার থাকায় আমি এক্সাইটেড৷ আমাদের আজকের জীবনে টেকঅ্যাওয়ে ফুড, ফাস্ট ফুড এগুলোর কি সাংঘাতিক গুরুত্ব না? ঠিক সেই জায়গা থেকে এই ছবিটার সঙ্গে যুক্ত হচ্ছি৷’

সম্প্রতি একটি ভিডিও টিজার প্রকাশ পেয়েছে সিনেমাটির। ভিডিওতে ঋতুপর্ণা ও শুভ- দুজনেই রান্না করছেন। কিন্তু সেই খাবার প্রস্তুত ও পরিবেশনার মধ্যেও রহস্য রেখে গেছেন তারা।

সারাবাংলা/পিএ

আরিফিন শুভ আহা রে ঋতুপর্ণা সেনগুপ্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর