Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাত চেনালেন সুহানা


২০ নভেম্বর ২০১৯ ১২:১৬ | আপডেট: ২০ নভেম্বর ২০১৯ ১২:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রক্তে অভিনয়। বাবা বলিউডে রাজত্ব করছেন দীর্ঘদিন ধরে। তার মেয়ে অভিনয়ে ভালো করবেন সেটাই স্বাভাবিক। শাহরুখ কন্যা সুহানা খান সেটিই প্রমাণ করলেন।

সম্প্রতি সুহানা অভিনীত প্রথম ছবি (শর্ট ফিল্ম) ‘দ্য গ্রে পার্ট অফ ব্লু’ মুক্তি পায়। ১৭ নভেম্বর ১০ মিনিটের এই ছবিটি মুক্তি পাওয়ার পরই আলোচনায় আসে সুহানার অভিনয়। নেটিজেনরা সুহানার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ।

সুহানা অভিনীত শর্ট ফিল্মের গল্প কম বয়সি এক যুগলকে নিয়ে। মেয়েটির বাড়ি যাওয়ার সময় দু’দিনের দীর্ঘ সফরে সম্পর্কের বাস্তবতা কী ভাবে বুঝতে পারে তারা, তারই গল্প বলা হয়েছে এই ছবিতে। ছবি মুক্তি পাওয়ার পর ‘দ্য গ্রে পার্ট অফ ব্লু’-র পরিচালক থিওডোর গিমেনো নিজের সোশ্যাল মিডিয়ায় প্রোফাইলে লিখেছেন, ‘শেষ অবধি এই প্রোজেক্টকে বাস্তবের রূপ দিতে পেরে আমি উত্তেজিত।’

বিজ্ঞাপন

সুহানা যে তার বাবার মতো বলিউড দাঁপিয়ে বেড়াতে চান তার প্রমান রেখেছেন প্রথম ছবিতেই। সুহানা খান চলতি বছর অভিনয়ের ওপর গ্র্যাজুয়েশন শেষ করেছেন। কিন্তু অভিনয়ের ওপর আরও পড়াশোনার জন্য বর্তমানে নিউইয়র্কে আছেন।

ড্রেসিং সেন্স এবং স্টাইল-এর জন্য বলিউড মহলে ইতিমধ্যেই দারুণ জনপ্রিয়তা লাভ করেছেন সুহানা।

অভিনয় বলিউড শাহরুখ কন্যা শাহরুখ খান সুহানা খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর