Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৩ বছর পর দ্বিতীয় ঝলক


১৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:০২ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৩২

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

‘দ্য ইনক্রেডিবল’ ভক্তদের দীর্ঘ অপেক্ষায় রেখেছিলেন পরিচালক ব্র্যাড বার্ড। ছবিটির সিক্যুয়াল তৈরি করি করি বলে পার করে দিলেন দীর্ঘ ১৩ বছর। অবশেষে বুধবার (১৪ ফেব্রুয়ারি) প্রকাশ পেলো ‘দ্য ইনক্রেডিবল’ সিরিজের দ্বিতীয় ছবি ‘দ্য ইনক্রেডিবল টু’ এর প্রথম ঝলক।

২০০৪ সালে মুক্তি পাওয়া দ্যা ইনক্রিডেবল ভক্তদের মন জয় করেনি শুধু, সমালোচকদের প্রশংসা কুড়িয়ে ঘরে তুলে নিয়েছিল অস্কার পুরস্কার। ৯২ মিলিয়ন ডলার ব্যায়ে নির্মত ছবিটি ঘরে তোলে ৬৩৩ মিলিয়ন ডলার। ওয়াল্ট ডিজনি পিকচার্স ও পিক্সার অ্যানিমেশন স্টুডিও প্রযোজিত ‘দ্য ইনক্রিডেবল টু’ এর ট্রেইলার প্রকাশের পরপরই ঝড় তুলেছে অনলাইনে।

ট্রেইলারে দেখা যায় মি. ইনক্রেডিবল খ্যাত বব পার ঘরের কাজ করছেন। বাচ্চাদের স্বামীর কাছে রেখে নতুন নতুন অভিযানে বের স্ত্রী হেলেন পার। পরিবার সামলাতে হিমশিম খাচ্ছেন মি. ইনক্রেডিবল। বিশেষ ক্ষমতার অধিকারী পরিবারের প্রতিটি সদস্যের আরো নানা মজার ঘটনা আবারো মুগ্ধ করতে পারে দর্শকদের।

২০১৪ সালের মার্চেই মুক্তি পাওয়ার কথা ছিল দ্য ইনক্রেডিবল টু-এর। কিন্তু নানা কারণে সেটি সম্ভব হয়নি। সবশেষ ‘দ্য ইনক্রেডিবল টু’ মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ১৫ জুন।

সারাবাংলা/টিএস/পিএ

 

দ্য ইনক্রেডিবল টু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর