আহা! এক যুগ পর…
৩০ নভেম্বর ২০১৯ ১২:৩২
ব্যাপারটা খানিক অপ্রত্যাশিতই ছিল। ‘আহা!’র মতো ছবি বানানোর পর আর কোনও খবর নেই। ব্যাপার কি!
পাক্কা ১২ বছর অর্থাৎ এক যুগের বিরতি একটু বেশি বেশিই। অবশেষে এক যুগের মাথায় নতুন খবর এসেছে। নতুন ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন স্থপতি ও নির্মাতা এনামুল করিম নির্ঝর। মজার ব্যাপার হচ্ছে এনামুল করিম নির্ঝরের নতুন ছবির নামও ‘ব্যাপার’।
নিজের জন্মদিনে নির্ঝর তার ফেসবুক পেজে নতুন ছবির ঘোষণা প্রকাশ করে লিখেছেন, ‘বেশ কিছুটা সময় ধরে দম নিলাম, আবার নামছি মাঠে। রুচি খারাপ, মশলা লাগবে, কমার্শিয়াল না আর্ট? শূণ্য বাজার ব্যবস্থাপনা, কনফার্ম লস, এতোকিছু মেনেই ছবি বানাচ্ছি বাংলাদেশের ৫০তম জন্মদিন মাথায় রেখে। সম্পূর্ণ স্বনির্ভর কায়দায় আবার শুরু করবো সিনেমা লড়াই। এবার সাথে তরুণ দল, বিষয়গুলোও তাদেরকে ঘিরে। এই ১৭ কোটি’র দেশের মাত্র একভাগও যদি এগিয়ে আসে আয়নায় নিজেদের দেখতে, সার্থক হবে চেষ্টা।’
২০০৭ সালে মুক্তি পেয়েছিল এনামুল করিম নির্ঝরের প্রথম ছবি ‘আহা!’। ছবিটি প্রশংসিত হয়। নির্ঝরের লেখা ছবির একটি গান ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ তুমুল শ্রোতাপ্রিয় হয়।
মাঝে নমুনা নামে আরেকটি ছবি অবশ্য বানিয়েছিলেন নির্ঝর। তবে সেটি আলোর মুখ দেখেনি।