Tuesday 13 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিস্ফোরক অক্ষয়


৪ ডিসেম্বর ২০১৯ ১৫:২৪

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বিস্ফোরক এক মন্তব্য করেছেন। বলিউডের প্রতিষ্ঠিত পরিচালকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেছেন, বড় পরিচালকরা আমাকে কাজে নেন না এবং এটাই সত্য।

কেন বার বার নতুন পরিচালকদের সাথে কাজ করছেন—এমন প্রশ্নের জবাবে তিনি মন্তব্যটি করেন। অক্ষয় বলেন, ‘তারা আমাকে কাজে নেন না। তবে আমার সাথে সিনেমা প্রযোজনা করেন।’

একের পর এক নতুন পরিচালকদের সাথে কাজ করে যাচ্ছেন অক্ষয় কুমার। রাজ মেহেতার ‘গুড নিউজ’-এর কাজ শেষ করেছেন মাত্র।

অবশ্য এ নিয়ে অক্ষয়ের কোনো আফসোসও নেই। তিনি বলেন, ‘যখন বড় মানুষেরা আপনাকে নিয়ে কাজ করবেন না, তখন আপনার নিজেকেই নিজের পথ খুঁজে নিতে হবে। আপনি যখন বড় প্রতিষ্ঠানের কাজ পাবেন না, তখন আপনাকে ছোট প্রতিষ্ঠানে কাজ শুরু করতে হবে। সেখান থেকে আপনাকে ঝাঁপ দিতে হবে। আপনি কেবল ঘরে বসে ভাবতে পারবেন না, এত দক্ষ হওয়া সত্ত্বেও আমাকে কেন কেউ কাজে নিচ্ছেন না।’

বড় পরিচালকদের শুধু খানদের নিয়ে কাজ করতে চাওয়ায় কি আপনাকে না নেওয়ার কারণ। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অক্ষয় বলেন, ‘তারা সাধারণ দর্শকদের কাছে যান, তাদেরকে জিজ্ঞেস করেন কাকে নিবেন। আর তারা যে শুধু খানদের নিচ্ছে তা না, তারা কিন্তু কাপুর ও অন্যদের নিচ্ছে। আমি মনে করি আমি এর যোগ্য না, তাই নিজের পথ বেছে নিয়েছি।’

অক্ষয় কুমার বলিউড সিনেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর