‘এই ভার যেন বইতে পারি’
৯ ডিসেম্বর ২০১৯ ১৩:৩৭
২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে গতকাল। পুরস্কারপ্রাপ্তদের কয়েকজনের সাথে কথা বলেছে সারাবাংলা। তারা জানিয়েছেন তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া।
২০১৭ সালে আজীবন সম্মাননা পেয়েছেন এটিএম শামসুজ্জামান। তিনি অসুস্থতার কারণে হাঁটতে পারছিলেন না। তাকে মঞ্চে দুজন ব্যক্তি সহায়তা করে নিয়ে যান। তিনি সেখানে আবেগ আপ্লুত হয়ে পড়েন। পরবর্তীতে সারাবাংলাকে বলেন, ‘আমি কৃতজ্ঞ এ দেশ ও দেশের মানুষের প্রতি। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা। আমার মত একজন নগণ্য মানুষকে আজীবনা সম্মাননা দিলেন। এটা আমি কিছু দিয়েই পরিশোধ করতে পারবো না।’
এক সময়ের জনপ্রিয় নায়ক আলমগীর ২০১৮ সালের জন্য আজীবন সম্মাননা পেয়েছেন। তিনি শুধু এক বাক্যে বললেন, ‘এ পুরস্কার অনেক বড় পুরস্কার। এর ভার অনেক। সবার প্রতি চাওয়া আমি যেন এ ই ভার বইতে পারি।’
জয়া আহসান ২০১৮ সালে ‘সেরা অভিনেত্রী’ হিসেবে ‘দেবী’র জন্য পুরস্কার পেয়েছেন। তিনি তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি এবার নিয়ে চারবার পুরস্কার পেলাম। মজার ব্যাপার হচ্ছে প্রতিবারই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার নিয়েছি। তিনি আমাকে দেখে বলেছেন, তোমাকে দেখলে ভালো লাগে। সামনে আরও পুরস্কার পাও, দোয়া করি।’
তিনি আরও বলেন, ‘গত বছর এ দিনে (৮ ডিসেম্বর) দেবীর ৫০তম দিন উদযাপন করেছিলাম। আজকের দিনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলাম। আমি আমার পুরো টিমের প্রতি কৃতজ্ঞ।’
চিত্রনায়ক সাইমন ‘জান্নাত’ ছবিটির জন্য ২০১৮ সালে ‘সেরা অভিনেতা’র পুরস্কার পেয়েছেন। তিনি বলেন, ‘আমার ক্যারিয়ার অনেক ছোট। এই ছোট ক্যারিয়ারে জাতীয় পুরস্কার, এটা অনেক বড় অর্জন। আমি কৃতজ্ঞ আমার ওস্তাদ জাকির হোসেন রাজুর কাছে। একই সাথে কৃতজ্ঞতা আমার পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের কাছে।’
একই ছবির জন্য ‘সেরা পার্শ্বাভিনেতা’র পুরস্কার পেয়েছেন আলীরাজ। তিনি বলেন, ‘আমি এর আগেরবারও প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়েছি। তাকে বিষয়টি জানানোর পর বলেছেন, দোয়া করি তুমি প্রতিবারই পাও।’
‘ঢাকা অ্যাটাক’ ছবিটির জন্য ২০১৭ সালে ‘সেরা অভিনেতা’র পুরস্কার পেয়েছেন আরিফিন শুভ। তিনি তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি পুরস্কার পেয়েছি, তাতে অবশ্যই খুশি। কৃতজ্ঞতা সবার প্রতি। আর আমার সাথে যদি তাসকিন রহমান পেতো তাহলে আরও ভালো লাগতো।’
আরিফিন শুভ আলমগীর এটিএম শামসুজ্জামান জয়া আহসান জাতীয় চলচ্চিত্র পুরস্কার সাইমন