Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেলারে রহস্যে ঘেরা ‘ঘোস্ট স্টোরিজ’


১৩ ডিসেম্বর ২০১৯ ১৭:০৭

প্রকাশ্যে আসলো ‘ঘোস্ট স্টোরিজ’র ট্রেলার৷ ‘লাস্ট স্টোরিজ’র মতো এবার নেটফ্লিক্সের ওয়েব সিরিজটিতে করণ জোহর, জয়া আখতার, অনুরাগ ক্যাশপ এবং দিবাকর বন্দোপাধ্যায় একসঙ্গে টুকরো টুকরো গল্প নিয়ে কাজ করেছেন৷

‘লাস্ট স্টোরিজ’র ট্রেলারের শুরুতে দেখানো হয় ম্রুনাল ঠাকুর এবং অবিনাশ তিওয়ারির বিয়ের গল্প৷ করণ জোহরের এই গল্পে দেখা যাচ্ছে, ফুলসজ্জার রাতে আচমকাই গ্র্যানি গ্র্যানি বলে চিতকার করতে শুরু করেন অবিনাশ তিওয়ারি৷ যা দেখা চমকে যান ম্রুনাল৷ এভাবেই এগোতে শুরু করে গল্পের মোড়৷

বিজ্ঞাপন

‘ঘোস্ট স্টোরি’তে জাহ্নবী কাপুর একজন নার্সের ভূমিকায় অভিনয় করছেন৷ জাহ্নবীর সঙ্গে আছেন সুরেখা সিকরি৷

২০২০ সালের ১ জানুয়ারি থেকে নেটফ্লিক্সে শুরু হবে ঘোস্টস্টোরিজের সম্প্রচার৷ এই ওয়েব সিরিজটির মোড়কে মোড়কে যে রহস্য , রোমাঞ্চ এবং হাড়ে কাঁপুনি ধরোনা ভয় রয়েছে, তা কিন্তু বেশ স্পষ্ট৷

অনুরাগ ক্যাশপ করণ জোহর ঘোস্ট স্টোরিজ জয়া আখতার নেটফ্লিক্স বলিউড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর