Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অক্ষয়ের পথে অজয়


২ জানুয়ারি ২০২০ ১২:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিউড তারকা অজয় দেবগন ইদানিং আরেক তারকা অক্ষয় কুমারের পথ ধরেছেন। অক্ষয়ের মতো তিনিও একের পর এক দেশপ্রেমমূলক গল্পের ছবিতে কাজ করছেন।

মুক্তির অপেক্ষায় আছে অজয়ের পিরিয়ডিক্যাল মুভি ‘তানাজি: দ্য আনসং ওয়ারিয়’। ছবিতে অজয়ের সঙ্গে আছেন কাজল এবং সাইফ আলি খান। দেশপ্রেমকে উপজীব্য করে নির্মিত ছবিটি আসছে ১০ জানুয়ারি মুক্তি পাবে।
এরমধ্যে নতুন খবর। কাজ শেষের পথে অজয়ের আরেক ছবি ‘ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’র। এই ছবিতেও একজন দেশপ্রেমিক বিমানসেনার চরিত্রে দেখা যাবে তাকে।

ছবিতে অজয়ের ফার্স্টলুক প্রকাশ করেছেন ছবির পরিচালক অভিষেক দুধাইয়া। ছবিতে অজয় ধরা দিয়েছেন স্কোয়াড্রন লিডার বিজয় কারণীক চরিত্রে।

বিজ্ঞাপন

টুইটারের সেই ছবির ক্যাপশনে দুধাইয়া লিখেছেন, ‘ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’ ছবিতে অজয় স্যারকে পেয়ে আনন্দিত। ছবির প্রধান চরিত্র স্কোয়াড্রন লিডার বিজয় রূপে দেখা যাবে তাকে।’

পরিচালক সূত্রে জানা গেছে ছবিটি ২০২০ সালে ১৪ আগস্ট মুক্তি পাবে। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস।

ভূজ মূলত পিরিয়ডিক্যাল ছবি। ছবির পটভূমি ১৯৭১ সালের পাক-ভারত যুদ্ধ।

ছবিতে অজয় দেবগন ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিনহা, হেট স্টোরি ফোরের অভিনেতা ইহানা ধিলন, গায়ক-অভিনেতা অ্যামি ভার্ক এবং দক্ষিণ ভারতীয় অভিনেতা প্রণীতা সুভাষ।

অজয় দেবগন কাজল তানাজি: দ্য আনসং ওয়ারিয় বলিউড ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া সাইফ আলি খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর