Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যৌথ প্রযোজনায় মামুনের ‘পাইলট’


২৩ জানুয়ারি ২০২০ ১৯:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনন্য মামুন এক ছবির কাজ শেষ না হতেই আরেক ছবির ঘোষণা দিয়ে যাচ্ছেন। সম্প্রতি তিনি শেষ করেছেন ‘মেকআপ’ ছবির শুটিং। শুরু করেছেন ‘সাইকো’র কাজ। এর মধ্যেই জানালেন ‘পাইলট’ নামে নতুন আরেকটি ছবির নাম।

বৃহস্পতিবার বিকেলে সারাবাংলার সাথে এক আলাপচারিতায় অনন্য মামুন এ তথ্য জানান। তিনি বলেন, ‘আজকেই মাত্র প্রযোজক আমাকে পরিচালক হিসেবে চুক্তিবদ্ধ করেছেন। এই ছবিটি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হবে।’

তবে মামুন বাংলাদেশ বা ভারত অংশের প্রযোজকের নাম এখনই বলতে রাজি হননি। তিনি বলেন, ‘আমরা এখনো এফডিসির যৌথ প্রযোজনার চলচ্চিত্রের চিত্রনাট্য অনুমোদন কমিটিতে ছবির চিত্রনাট্য জমা দিইনি। তাই প্রযোজক বা শিল্পীদের নাম প্রকাশ করতে চাইছি না। তবে নায়িকা নেওয়া হবে বাংলাদেশ থেকে এবং নায়ক ভারত থেকে নেওয়া হবে।’

বিজ্ঞাপন

এর আগে কলকাতার এসকে মুভিজের সাথে যৌথ প্রযোজনার ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘রোমিও ভার্সেস জুলিয়েট’সহ বেশ কয়েকটি ছবি পরিচালনা করেছেন মামুন। তাহলে কি এই ছবিটিতেও এসকে মুভিজ থাকছে ভারত অংশের প্রযোজক হিসেবে?

অনন্য মামুন সরাসরি ‘না’ বললেন।

শোনা যাচ্ছে একজন নারী পাইলটের জীবনী অবলম্বনে ছবিটি নির্মিত হচ্ছে। এমন প্রশ্নের উত্তরে শুধু হাসলেন মামুন।

‘পাইলট’র শুটিং শুরু হবে আগামী ১৫ এপ্রিলের পরে।

অনন্য মামুন বর্তমানে নির্মাণ করছেন ‘সাইকো’। সেলেব্রিটি প্রোডাকশন প্রযোজিত ছবিটিতে অভিনয় করছেন রোশান ও পূজা চেরী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর