Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ড থেকে বিদায়ের ঘোষণা দিলেন ড্যানিয়েল ক্রেগ


২৪ জানুয়ারি ২০২০ ১৭:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রিটিশ সিক্রেট এজেন্ট জেমস বন্ড সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে তিনি কোটি ভক্তের আবেগের কেন্দ্রে। জনপ্রিয় সিক্রেট এজেন্টের চরিত্রে অভিনয় করা মানে অনেক দর্শকের কাছে তিনিই জেমস বন্ড। জেমস বন্ড নিয়ে যদি তারা ভাবেন হয়ত চোখে ভেসে ওঠে নীল চোখের এই অভিনেতার চেহারা। কথা হচ্ছে ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেগকে নিয়ে। তবে শুধু হাইপ্রফাইল চরিত্রে অভিনয় করেই তিনি শুধু একা ধন্য হয়ে গেছেন তা নয়, নিজের অভিনয় ক্যারিশমা দিয়ে চরিত্রটিকে দিয়েছেন ভিন্নমাত্রা।

২০০৬ সালে ক্যাসিনো রয়েল দিয়ে শুরু। এরপর এল ‘কোয়ান্টাম অব সোলাস’। তারপর যথাক্রমে ‘স্কাইফল’ ও ‘স্পেক্ট্রা’। বক্সঅফিসে চারটি মুভিই সুপারহিট। ড্যানিয়েল ক্রেগকে জেমস বন্ডের চরিত্রে নিখুঁত হিসেবে রায় দেন দর্শক-সমালোচকরা। এবার পাঁচ বছর বিরতি দিয়ে আসছে ‘নো টাইম টু ডাই’।

বিজ্ঞাপন

তবে জেমস বন্ড সিরিজে এটাই তার শেষ মুভি এমন ঘোষণাও এলো। ‘দ্য লেট শো অব স্টিফেন কোলবার্টে’ অংশ নিয়ে এমন ঘোষণাই দিলেন ড্যানিয়েল ক্রেইগ।

‘নো টাইম টু ডাই’ সিনেমাটি পরিচালনা করছেন ক্যারি জজি ফুকুনাগা। এ বছরের ৮ এপ্রিল এ মুভিটি রিলিজ হওয়ার কথা রয়েছে।

জেমস বন্ড ড্যানিয়েল ক্রেগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর