Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিল্পকলায় শুরু হলো সুফি উৎসব


২৪ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৩৪

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট:

‘সম্প্রীতির জন্য সংগীত’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ২য় আন্তর্জাতিক সুফি উৎসব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এই উৎসব যৌথভাবে আয়োজন করেছে আল্লামা রুমি সোসাইটি এবং হাটখোলা ফাউন্ডেশন।

শিল্পকলার নন্দন মঞ্চে শুক্রবার বিকেলে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। উৎসব প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশের বাউলরা সবসময় গানের মাধ্যমে মানবতার কথা বলে এসেছেন। এ ধরনের আয়োজনে সরকার সবসময় পাশে থাকবে।’

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক জনাব শ্যামল দত্ত। উদ্বোধনী অনুষ্ঠান শেষে চট্টগ্রামের মাইজভান্ডার শরীফের শিল্পীদের পরিবেশনায় উৎসব শুরু হয়। এরপর ভারত থেকে আসা এবং বাংলাদেশের বিভিন্ন শিল্পীরা উৎসব গান পরিবেশন করেন।

উৎসব উপলক্ষ্যে শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার রুমে বিকেল ৩টায় সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনার শেষে একাডেমি প্রাঙ্গণে দেশ-বিদেশের সুফি ও লোকশিল্পীদের অংশগ্রহণে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা।

তিনদিনের এই উৎসবে বাংলাদেশের শিল্পী ছাড়াও ভারত, তুরস্ক ও ইরানের ১১৯ জন শিল্পী অংশগ্রহণ করবেন।

সারাবাংলা/টিএস/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর