অস্কার ২০২০: কোরিয়ান প্যারাসাইটের জয়জয়কার
১০ ফেব্রুয়ারি ২০২০ ১২:৩৪ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২০ ১৪:১৩
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলেসের ডলোবি থিয়েটার হলে বসেছিল ৯২ তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) এবারের আসর। অস্কার ২০২০ এ চার ক্যাটেগরিতে বিজয়ী হয়েছে দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র প্যারাসাইট। অস্কারের ইতিহাসে এই প্রথম একটি বিদেশী ভাষার চলচ্চিত্র সেরা চলচ্চিত্রের পুরস্কার লাভ করেছে। সেরা নির্মাতা হিসেবে পুরস্কৃত হয়েছেন বং জুন হু। সেরা অভিনেতা হোয়াকিন ফিনিক্স আর সেরা অভিনেত্রী রেনি জেলওয়েগার।
এক নজরে অস্কার ২০২০ বিজয়ীদের তালিকা
সেরা চলচ্চিত্র – প্যারাসাইট
সেরা নির্মাতা – বং জুন হু / প্যারাসাইট
সেরা অভিনেতা – হোয়াকিন ফিনিক্স / জোকার
সেরা অভিনেত্রী – রেনি জেলওয়েগার / জুডি
সেরা পার্শ্ব অভিনেতা – ব্র্যাড পিট / ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড
সেরা পার্শ্ব অভিনেত্রী – লরা ডার্ন / ম্যারিজ স্টোরি
সেরা মৌলিক চিত্রনাট্য – বং জুন হু, হান জিন ওন / প্যারাসাইট
সেরা আশ্রিত চিত্রনাট্য – তাইকা ওয়াইতিতি / জোজো র্যাবিট
সেরা অ্যানিমেশন চলচ্চিত্র – টয় স্টোরি ৪
সেরা তথ্যচিত্র – আমেরিকান ফ্যাক্টরি
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র – প্যারাসাইট / দক্ষিণ কোরিয়া
সেরা মৌলিক গান – এলটন জন, বার্নি তাওপিন / রকেটম্যান
সেরা মৌলিক আবহ সংগীত – হিল্ডার গুওনাডোট্টির
সেরা চিত্রগ্রহণ – রজার ডিকিন্স / ১৯১৭
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস – গুইলিয়াম রোচেরন, গার্গ বাটলার, ডমিনিক তৌহি / ১৯১৭
সেরা চলচ্চিত্র সম্পাদনা – মিশেল ম্যাকচাস্কার, অ্যান্ড্রু বাকল্যান্ড / ফোর্ড ভার্সেস ফেরারি
সেরা শব্দ সম্পাদনা – ডোনাল্ড সিলভেস্টার / ফোর্ড ভার্সেস ফেরারি
সেরা শব্দ মিশ্রণ – মার্ক টেইলর ও স্টুয়ার্ট উইলসন / ১৯১৭
সেরা প্রোডাকশন ডিজাইন – বারবারা লিং, ন্যান্সি হেই / ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড
সেরা পোশাক পরিকল্পনা – জ্যাকিউলিন ডুরান / লিটিল উইম্যান
সেরা রূপসজ্জা – কাজু হিরো, আন্নে মরগ্যান, ভিভিয়ান বেকার / বম্বশেল
সেরা লাইভ অ্যাকশন শর্টফিল্ম – দ্য নাইবারস’ উইন্ডো
সেরা অ্যানিমেশন শর্টফিল্ম – হেয়ার লাভ
সেরা ডকুমেন্টারি শর্টফিল্ম – লার্নিং টু স্কেটবোর্ড ইন অ্যা ওয়ারজোন
৯২ তম একাডেমি অ্যাওয়ার্ডস অস্কার ক্যালিফর্নিয়া ডলোবি থিয়েটার প্যারাসাইট হলিউড