টিভি সিরিজ হচ্ছে প্যারাসাইট
১২ ফেব্রুয়ারি ২০২০ ১৩:০৮ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ১৩:২১
৯২তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্রসহ চারটি ক্যাটেগরিতে পুরস্কার জিতে নিয়েছে দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র প্যারাসাইট। সে খবর পুরাতন। প্যারাসাইট ভক্তদের জন্য নতুন খবর হলো, এই ডার্ক কমেডি থ্রিলার চলচ্চিত্র থেকে টিভি সিরিজ বানানো হবে। হলিউড রিপোর্টার জানিয়েছে, ইতোমধ্যেই ওই টিভি সিরিজের নির্মাণকাজ শুরু করেছে।
এইচবিওর প্রযোজনায় মার্কিন পরিচালক, প্রযোজক অ্যাডাম ম্যাককেই এই টিভি সিরিজ নির্মাণ করবেন। তাকে সহযোগীতা করবেন মূল চলচ্চিত্রের পরিচালক বং জুন হু।
অস্কারের রেড কার্পেটেই তিনি এ ব্যাপারে সাংবাদিকদের সাথে কথা বলেন। এক অনুবাদকের মাধ্যমে তিনি সিএনএনকে জানান, তারা ওই সিরিজ নির্মাণের প্রাথমিক ধাপে রয়েছেন। অ্যাডাম ম্যককেইয়ের সঙ্গে তার কথা হয়েছে। তিনি তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন যেনো টিভি সিরিজটি চলচ্চিত্রের আদলেই নির্মাণ করা যায়।
এক ধনী আর গরীব কোরিয়ান পরিবারকে ঘিরে এই চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে। গল্প আরও জমে ওঠে যখন গরীব পরিবারটি ধনী জীবন যাপনের চেষ্টায় নিয়োজিত হয়। এখন প্যারাসাইট ভক্তদের অপেক্ষা করতে হবে টেলিভিশন সিরিজটিতে গল্প কিভাবে আসে তা দেখার জন্য।