Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ নাটক নিয়ে ‘ভালোবাসা আনলিমিটেড’


১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৩:২৫

বর্তমান সময়ের  তিনটি গল্প নিয়ে  ভালোবাসা দিবস উপলক্ষে দেশের অন্যতম ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-এর বিশেষ আয়োজন ‘ভালোবাসা আনলিমিটেড’। প্রচারিত হবে ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারী এনটিভিতে রাত ১১টা ১৫ মিনিটে।

প্রেম বা মোহ, এমন একটা অনুভূতি যা কখন, কিভাবে, কেমনে আসে জীবনে তা আমরা নিজেরাও জানিনা। কিন্তু সত্যিকারের ভালোবাসার ছোঁয়া কি আমরা সবাই পাই? অহংকার, জেদ, কে আগে কে পরে এসব নিয়ে আমাদের প্রতিনিয়ত একটা অদেখা প্রতিযোগিতা যেন বিরাজমান। আমরা ভুলে যাই আমরা কিসের আশায় ছুটছি। যখন ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলি তখন বুঝতে পারি কি সেই শুন্যতা। ‘এন আফেয়ার’ গল্পটিতে জাফরীন সাদিয়া এমনি কিছু তুলে ধরতে চেয়েছেন। পরিচালনায় আছেন হাসান রেজাউল।  নাটকটিতে অভিনয়ে আছেন ইরফান সাজ্জাদ, সারিকা সাবরীন। সংগীত আয়োজনে আছেন পিরান খান ও ইশতিয়াক হোসাইন।

বিজ্ঞাপন

কে বলে মেয়েরা বড় হৃদয়ের চেয়ে বড় পকেট ভালোবাসে? কক্ষনো না। তবে একথা সত্যি, প্রেম কখনো কখনো হঠকারি। মিজানুর রহমান আরিয়ানের ‘গজদন্তিনী’ নাটকটি দেখে হুমায়ুন আহমেদের হিমুর কথা মনে হতেই পারে। কারণ পৃথিবীর সব প্রেমিক যুবকের মধ্যেই একজন হিমু বাস করে। পৃথিবীর সব স্বপ্ন দেখা যুবকের মধ্যেও একজন হিমু বাস করে। মেহজাবিন-আরফান নিশো-মনোজ প্রামাণিক অভিনীত এই নাটকে শাওন গানওয়ালার একটি মৌলিক গান থাকছে।

প্রেমিক-প্রেমিকার বয়স বাড়ে। কিন্তু ভালোবাসার কি বয়স বাড়ে? আচ্ছা, বয়স বাড়ার সাথে- সাথে ভালোবাসাও  কি বাড়ে না  কমে যায়।? প্রেমিক-প্রেমিকা আর স্বামি-স্ত্রীর ভালোবাসার মধ্যে কি কোন পার্থক্য আছে? কেমন সেটা? কাছে থাকলে যেমন-তেমন, দূরে গেলে কাঁদে যে মন। ব্যাপারটা কি এমন? আশফাক নিপুণ পরিচালিত ‘মুখ ও মুখোশ’ এমনই এক পরিণত প্রেমের গল্প। জুটি বেঁধেছেন তাহসান-তিশা।

বিজ্ঞাপন

ভালোবাসা আনলিমিটেড প্রসঙ্গে বঙ্গের মুশফিকুর রহমান মঞ্জু  বলেন, কন্টেন্টের গুণগত মান নিয়ে আমারা সবসময়ই যত্নবান থাকি। বঙ্গ আরিজিনালের নাটকগুলো দেখলেই বিষয়টি বোঝা যাবে। তবে উৎসবের নাটকগুলোকে আমরা বিশেষ গুরুত্ব দেই।  সঙ্গত কারণেই তুলনামূলক অনেক বড় বাজেটে নির্মিত হয় উৎসবের কন্টেন্টগুলো। ভালোবাসা আনলিমিটেড-এর নাটকগুলোর  ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি।

এন আফেয়ার গজদন্তিনী ভালোবাসা আনলিমিটেড মুখ ও মুখোশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর