Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিনেতা তাপস পাল আর নেই


১৮ ফেব্রুয়ারি ২০২০ ০৭:৫৭ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ২৩:৫৩

টালিউডের প্রখ্যাত অভিনেতা তাপস পাল আর নেই। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৬২ বছর বয়সী এই অভিনেতা।

তার মৃত্যুতে শিল্পী মহলে নেমে এসেছে শোকের ছায়া।

১৯৫৮ সালের ২৯ সেপ্টেম্বর হুগলির চন্দননগরে জন্ম নিয়েছিলেন জনপ্রিয় এই অভিনেতা। মাত্র ২২ বছর বয়সে তার প্রথম চলচ্চিত্র মুক্তি পায়। নাম ছিল দাদার কীর্তি।

সেই থেকে শুরু। একের পর এক জনপ্রিয় হিট ছবি উপহার দিয়ে গেছেন দর্শকদের। স্বীকৃতি হিসেবে ১৯৮২ সালে পান ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। প্রতিভাবান এই চলচ্চিত্রশিল্পী বাংলার পাশাপাশি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন।

এরপর চলচ্চিত্র থেকে অবসর নিয়ে নাম লেখান তিনি রাজনীতিতে। কৃষ্ণনগর লোকসভা থেকে তৃণমূলের লোকসভার সাংসদ ছিলেন তিনি।

টপ নিউজ টলিউড তাপস পাল মৃত্যু

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর