Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইটেম গানে পূজা চেরি


২০ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সাইকো’র আইটেম গানের দৃশ্যে পূজা চেরি

বর্তমান প্রজন্মের অনেক নায়িকাই আইটেম গানে অভিনয় করেছেন। তালিকায় আছে মাহিয়া মাহি, পরীমনি, আঁচল, বুবলির মত নাম।

সেই তালিকায় নতুন যুক্ত হলো পূজা চেরির নাম। সম্প্রতি তিনি অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’র আইটেম গানে অংশ নিয়েছেন।

সুদীপ কুমার দীপের কথায় গানটির শিরোনামও ‘সাইকো আমি সাইকো’। সুর করেছেন লিংকন। কোরিওগ্রাফিতে ছিলেন ভারতীয়  কোরিওগ্রাফার বব। আর আইটেম গানটির শুটিং হয়েছে ভারতে।

আইটেম গানে অভিনয় করা নিয়ে পূজা জানান, প্রথম দিকে নার্ভাস থাকলেও পরবর্তীতে তিনি মানিয়ে নেন। তার ভাষায়, ‘ফাটিয়ে নেচেছি। দর্শকরা দারুণ উপভোগ করবেন।’

অনন্য মামুন দাবি করছেন এ গানটি মাহিয়া মাহির ‘ম্যাজিক মামনি’ কিংবা পরীমনির ‘ডানা কাটা পরী’র জনপ্রিয়তাকেও ছাড়িয়ে যাবে। তিনি বলেন, ‘কেন এ কথা বলছি গানটি দেখলেই সবাই বুঝতে পারবেন।’

বিজ্ঞাপন

‘সাইকো’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি ও রোশান। ছবিটি প্রযোজনা করেছে সেলিব্রিটি প্রোডাকশন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর