Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ বছর পর আবারও মঞ্চে চঞ্চল


২৭ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৩৫ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৫০

চঞ্চল চৌধুরী। উঠে এসেছেন মঞ্চ থেকেই। টিভিতে পা রাখার পরই পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। সমান সাফল্য পেয়েছেন সিনেমাতেও। টিভি-সিনেমার ব্যস্ততায় আর মঞ্চে তাকে দেখা যায়নি বহুবছর। তবে চঞ্চল সবসময়ই বলেছেন, সুযোগ হলেই ফিরবেন মঞ্চে। দীর্ঘ পাঁচ বছর পর সেই ‘সময়’টুকু পেতে যাচ্ছেন তিনি। মঞ্চে ফিরছেন আসছে মার্চেই।

নাট্যজন মামুনুর রশীদের জন্মদিন রয়েছে সামনেই। আর সে উপলক্ষেই মঞ্চায়িত হবে ঢাকার মঞ্চের পরিচিত নাটক “চে’র সাইকেল”। তাতেই অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। আর এর মধ্য দিয়ে পাঁচ বছর পর মঞ্চে ফিরছেন তিনি।

বিজ্ঞাপন

“চে’র সাইকেল” প্রযোজনা করছে বাংলা থিয়েটার প্রোডাকশন। আসছে ২ মার্চ জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৭টায় নাটকটির মঞ্চায়ন হবে।

চঞ্চল বলেন, ‘আমরা মামুন ভাইয়ের বাসায় দু’দিন রিহার্সেল করেছি। অনেকদিন পর মঞ্চে ফিরছি। কিছুটা উত্তেজনা কাজ করছে।’

মামুনুর রশীদের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে নাট্যোৎসব আয়োজন করেছে আরণ্যক নাট্যদল। এতে তার লেখা পাঁচটি নাটক মঞ্চায়িত হবে। তারই অংশ হিসেবে মঞ্চে ফেরার সুযোগ মিলছে চঞ্চলের।

চঞ্চল চৌধুরী চে'র সাইকেল মঞ্চে চঞ্চল মামুনুর রশীদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর