Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিটিভির ৩৩ বছরের সংবাদ সংরক্ষিত হচ্ছে ফিল্ম আর্কাইভে


২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৯:০৪

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এ দেশের প্রথম টেলিভিশন চ্যানেল। দেশের অনেক ইতিহাস ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত চ্যানেলটি। একসময় বিটিভিই একমাত্র সংবাদ প্রচার করতো, যার কারণে সরকারি অনেক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, সভা-সমাবেশের ফুটেজ তাদের কাছে সংরক্ষিত রয়েছে। ১৯৭১ থেকে ২০০৪ সাল পর্যন্ত সময়কার বিভিন্ন ফুটেজ সংরক্ষণের জন্য ফিল্ম আর্কাইভে জমা দেওয়া হয়েছে বলে সারাবাংলাকে নিশ্চিত করেন সেখানকার কর্মকর্তা মো. ফখরুল আলম।

বিজ্ঞাপন

গত ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এসকল ফুটেজের বিশাল একটা অংশ বাংলাদেশ ফিল্ম আর্কাইভের হাতে তুলে দেওয়া হয়েছে।

ফখরুল আলম বলেন, ‘বিটিভিতে এক সময় সংবাদ ধারণ করা হত ১৬ মিলিমিটার ফিল্মে। এ ধারা অব্যাহত ছিল ২০০৪ পর্যন্ত। এরপর থেকে ডিভিক্যাম ক্যাসেটে সংবাদ ধারণ করা হয়। বিটিভি আমাদের কাছে ১৯৭১ সালের ডিসেম্বর থেকে শুরু করে ২০০৪ সাল পর্যন্ত সকল সংবাদের ফুটেজ তুলে দিয়েছে সংরক্ষণের জন্য। এর মধ্যে কয়েকশত প্রামাণ্যচিত্রও রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের কাছে ওনারা প্রায় ৬০ হাজারের অধিক কনটেন্ট জমা দিয়েছেন। এতে বঙ্গবন্ধুর বিভিন্ন বক্তব্য, ওনার সময়কার মন্ত্রীসভার মিটিং ইত্যাদির অনেক দুষ্প্রাপ্য ফুটেজ রয়েছে। ওনার পরবর্তী সরকার প্রধানদেরও অনেক স্মৃতি এতে রয়েছে।’

সংবাদ ফুটেজ জমা দিলেও বিটিভিতে প্রচারিত কোন নাটক, অনুষ্ঠান জমা দেওয়া হয়নি। ফখরুল জানান, সংবাদ ছাড়া অন্য কিছু ফিল্মে শুটিং হতো না। আর ফিল্ম আর্কাইভ ফিল্মে শুট করা বা ফিল্ম ছাড়া অন্য কিছু সংরক্ষণ করে না।

উল্লেখ্য বিটিভির সমস্ত নাটক, অনুষ্ঠান সংরক্ষণের জন্য নিজস্ব আর্কাইভ ও লাইব্রেরি রয়েছে।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ বিটিভি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর