বলিউডের ১৩ ব্যয়বহুল গান
২৯ ফেব্রুয়ারি ২০২০ ১৬:২০
প্রেম, রোমাঞ্চ এবং দারুণ সব গানে ভরপুর বলিউডের সিনেমা। কখনো সিনেমা ব্যাপক সাড়া ফেললেও ঢাকা পরে যায় গান, আবার কখনো সিনেমা দর্শকদের নজরে না আসলেও গান থেকেই জানে সিনেমাকে। বলিউডে নিয়মিতই মুক্তি পাচ্ছে নতুন-নতুন সিনেমা, আর এসব সিনেমায় গানকেও দেয়া হচ্ছে ব্যাপক গুরুত্ব। ব্যয় করছে কোটি-কোটি টাকা। আজ জানবো এমন ১৩টি সিনেমার গানের কথা যা তৈরি করতে সবচেয়ে বেশি ব্যয় করা হয়েছে।
‘ঘাড় মোরে পার দেশিয়া’
‘কালঙ্ক’ সিনেমার শেষে ছিলো মাধুরী ও আলিয়া অভিনীত এই গানটি। এটা তৈরি করতে প্রায় ৭ কোটি টাকা ব্যয় হয়েছে।
‘পার্টি অল নাইট’
পুরো ৬ কোটি টাকা ব্যয় করে ‘বস’ সিনেমায় এই গানটি ব্যাংককে শুট করা হয়েছিল। এতে অভিনয় করেছিলেন অক্ষয়, সোনাক্ষী, হানি সিং। ছয়শত বিদেশি ড্যান্সার নিয়ে নির্মিত হানি সিংহের এই গানটিতে অক্ষয় আর সোনাক্ষি সমানতালে নেচেছিলেন।
‘তু মেরি মেইন তেরা’
‘নমস্তে ইংল্যান্ড’ সিনেমার এই গানাটি প্রায় ২০ টি লোকেশনের শুটিং হয়েছে। নির্মাতাদের গানটি শেষ করতে প্রায় ৫.৫ কোটি টাকা গুণতে হয়েছে।
‘মালাং’
‘ধুম থ্রি’ সিনেমার এই গানটি তৈরিতে মুম্বাইয়ে ব্যয়বহুল সেট বানানো হয়েছিল। টানা বিশদিন গানটির শুটিং হয়েছিল। এতে ব্যয় হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা। বেশির ভাগ কস্টিউম ও কলাকুশলী আমেরিকা থেকে আনা হয়েছিল।
‘ঘোমার’
ঘোমার গানটিতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। এতে তিনি যে পোশাকটি পরেন তার দামই ৩০ লক্ষ টাকা। পুরো গানটিতে ব্যয় হয়েছিলো ৪ কোটি টাকা।
‘নাগাদা সাং ঢোল বাজে’
‘রামলীলা’ সিনেমার দুর্দান্ত এই গানটি নির্মাণে ব্যয় হয়েছে আড়াই কোটি টাকা।
‘স্যাটারডে স্যাটারডে’
‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ সিনেমার এই গানটিও দারুণ ব্যয়বহুল। এটি তৈরি করতে খরচ হয়েছে ৩কোটি টাকা। বাদশাহ, আকৃতি কাক্কর ও ইনদীপ বকশি গানটি গেয়েছেন।
‘চাম্মাক চালো’
‘রা ওয়ান’ সিনেমার গান। পপ সংগীতশিল্পী আকন গেয়েছেন এই গানটি। বিশাল আকারের সেটে শুটিং হওয়ার কারণে খরচ হয়েছিলো প্রায় ৩ কোটি টাকা।
‘দোলা রে দোলা’
’দেবদাস’ সিনেমার গান দোলা রে দোলা। এটি একটি ব্যায়বহুল গান। সঞ্জয় লীলা বানশালীর ছবির গানটি নির্মাণে ব্যয় হয়েছিলো আড়াই কোটি টাকা।
‘আজিম ও শান শাহেনশাহ’
‘যোধা আকবর’ সিনেমার এই গানটি একটি দুর্দান্ত গান। গানটি তৈরি করতে আড়াই কোটি টাকা ব্যয় হয়েছিল।
‘থা কর্কে’
‘গোলমাল রিটার্ন’ সিনেমার এই গানটি ভীষণ নান্দনিকভাবে নির্মাণ করা হয়েছে। এতে এক হাজার ড্যান্সার, একশ আশি জন স্টান্টম্যান ও তারকারা কাজ করেন। গানটি তৈরিতে ব্যয় হয়ে পা্রয় সাড়ে তিন কোটি টাকা।
‘কিলিমানজারো’
‘রোবট’ সিনেমার এই গানটি পেরুর মাচু পিচুতে শুটিং করা হয়েছিলো। এটা তৈরিতে ব্যয় হয়েছে ৪ কোটি টাকা।
‘জলেবি বাই’
এই গানে অভিনয় করেছেন মল্লিকা শেরাওয়াত। আইটেম গান হিসেবে অনেক জনপ্রিয়তা পেয়েছিল এটি। এটাকেও ব্যয়বহুল বলা হয়। কেনোনা গানটি শুট করতে প্রায় দেড় কোটি টাকা খরচ হয়েছে।